Advertisement

Asia Cup 2023 India vs Pakistan: রবিবারের ভারত-পাক ম্যাচে ফিরতে পারেন রাহুল, বাদ যাবেন কে?

রবিবার এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচে ফিট হয়ে ফিরতে পারেন কেএল রাহুল (KL Rahul)। অনুশীলনেও দেখা যায় ভারতীয় দলের (Team India) তারকা ব্যাটারকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরতে পারেন রাহুল।

ভারতীয় দল ও কেএল রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2023,
  • अपडेटेड 11:40 AM IST

রবিবার এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচে ফিট হয়ে ফিরতে পারেন কেএল রাহুল (KL Rahul)। অনুশীলনেও দেখা যায় ভারতীয় দলের (Team India) তারকা ব্যাটারকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে দলে ফিরতে পারেন রাহুল।
 

রাহুল এলে বাদ পড়বেন কে?
রাহুল দলে এলে বাদ পড়তে পারেন শ্রেয়াস আইয়ার। গ্রুপ পর্বে শ্রেয়াস আইয়ার দুই ম্যাচেই ভালো রান করতে পারেননি। ফলে তাঁকে বাদ যেতে হতে পারে। চার নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে নানা ধন্দ ছিল। ক্যাপ্টেন রোহিত শর্মা নিজেও জানিয়েছিলেন সেই কথা। রাহুলের চোট বেশ সমস্যায় ফেলেছিল টিম ইন্ডিয়াকে। বৃহস্পতিবার সকালেও ভারী বর্ষণের কারণে আউটডোরে নেট সেশন করতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। ইন্ডোরে ঘাম ঝরান তাঁরা। এদিন অপশনাল প্র্যাকটিসে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে নেটে টানা ব্যাটিং করে কে এল রাহুল বুঝিয়ে দিয়েছেন, তিনি প্রত্যাবর্তনের জন্য তৈরি। 
 

অনুশীলন করলেন রাহুল
পুরোপুরি ফিট না থাকায় এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে খেলতেই পারেননি রাহুল। তবে নেটে সাবলীল ব্যাটিং করেন ভারতের তারকা ব্যাটার। হ্যারিস রাউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের পেসের সামনে যাতে সমস্যা না হয়, সেই জন্য এদিন নেটে টানা ব্যাট করেন রাহুল। প্রত্যাবর্তনের ম্যাচের জন্য পুরোপুরি তৈরি তিনি। নেপালের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেনিং জুটিতে রান পেয়েছেন শুভমন গিল। তাই আত্মবিশ্বাস নিয়েই রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে নামবেন শুভমন। ব্যাটিং গভীরতা বাড়াতে মহম্মদ শামিকে না খেলিয়ে পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে গত দু’টি ম্যাচে খেলিয়েছে দল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও একই দল সম্ভবত ধরে রাখবে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

বৃহস্পতিবার নেটে শার্দূলের দিকে নজর ছিল কোচ রাহুল দ্রাবিড়ের। থ্রো ডাউনে ব্যাটিং প্র্যাকটিস সারেন শার্দূল। নিজের ব্যাটিং নিয়ে দ্রাবিড়ের সঙ্গে শলাপরামর্শ করতেও দেখা যায় ভারতীয় অলরাউন্ডারকে। তবে পাকিস্তান ম্যাচে শামিকে না খেলানোর যৌক্তিকতা দেখছেন না বিশেষজ্ঞদের অনেকেই। কারণ, বাবর, মহম্মদ রিজওয়ানদের নিয়ে গড়া পাক টপ অর্ডারকে ধাক্কা দেওয়ার জন্য যশপ্রীত বুমরাহর পাশে অভিজ্ঞ শামিকেই চাইছেন তাঁরা। উঁচুমানের বোলিংয়ের বিরুদ্ধে শার্দূলের ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকছেই।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement