বৃষ্টির জেরে এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল। রবিবার সুপার ফোরের ম্যাচেও দেখা গেল একই দৃশ্য। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের ইনিংস শেষ হলেও, রবিবারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ শুরু করলেও ২৪ ওভার খেলা হয়।
এরপরেই বৃষ্টি শুরু হয়ে যায়। প্রবল বৃষ্টি হওয়ায়, সমস্যা বাড়ে। একটা সময় বৃষ্টি থেমে গেলেও, জায়গায় জায়গায় জল জমে থাকতে দেখা যায়। কীভাবে এই ম্যাচের ফয়সালা হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন ফ্যানরা। আসলে রবিবার ম্যাচের ফয়সালা না হলে, সোমবারও ম্যাচ হবে। তবে চেষ্টা করা হচ্ছে, সময় লাগলেও এই ম্যাচ শেষ করার। তবে এখনও প্রেমদাসা স্টেডিয়াম পুরোপুরি শোকায়নি। ফলে ম্যাচ শুরু হতে সময় লাগছে। চেষ্টা চালাচ্ছেন মাঠ কর্মীরা। বারেবারে মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। রবিবারের ম্যাচ না হলে, যেখানে আজকের ম্যাচ শেষ হবে, সেখান থেকেই শুরু হবে আগামিকালের ম্যাচ।
শুরু থেকেই আক্রমণ করে গেলেন শুভমন গিল। যদিও শাহিন শাহ আফ্রিদির বলে প্রথম ওভারেই ছক্কা মারেন রোহিত। সেই শুরু। তারপর গিল বারবার সুযোগ দিয়েছেন বটে, তবে পাক ফিল্ডাররা তা কাজেই লাগাতে পারেননি। ৩৭ বল খেলে হাফসেঞ্চুরি করে ফেলেন গিল। রোহিতও বেশ আক্রমণ করতে শুরু করেন। শাদাব খানের ওভারে ১৯ রান নেন ভারতের ওপেনাররা। ১৪ ওভারেই ১০০ পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ১২১ রানে প্রথম উইকেট হারায় ভারতীয় দল।
১২১ রানে প্রথম উইকেট হারায় ভারত
৫১ বলে ৫৮ রান করে আউট হন গিল। ৪৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে ফেরে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। রোহিতের ইনিংসে ছিল ৬টা চার ও ৪টে ছক্কা। স্ট্রাইক রেট ১১৪.২৮। গিল ছক্কা না মারলেও, ১০টা চার মারেন । তাঁর স্ট্রাইক রেট ১১১.৫৩।
ভারত ও পাকিস্তানের দল:
ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
পাকিস্তান (প্লেয়িং ইলেভেন): ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।