পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে দলে জায়গা পেলেন কেএল রাহুল ও জসপ্রীত বুমরা। তবে চিন্তা থেকে গেল শ্রেয়াস আইয়ারের চোট নিয়ে। এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
ফের চোট শ্রেয়াস আইয়ারের
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়াস আইয়ার। আইপিএল-এ ও খেলতে পারেননি কেকেআর ক্যাপ্টেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন শ্রেয়াস। ২০ রান করে আউট হন তিনি। রোহিত টসের সময় বলেন, ‘শ্রেয়াসকে বাধ্য হয়েই বসাতে হচ্ছে। কারণ ওর পিঠে চোট রয়েছে।‘ তবে সেই চোট খুব গুরুতর না হলেও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। অন্যদিকে নেপালের বিপক্ষে ম্যাচে বুমরার অনুপস্থিতিতে খেলেছেন মহম্মদ শামি। তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাইরে থাকতে হয়েছে। শার্দুল খেলছেন। তার পারফরম্যান্সের কারণে তাকে বসানো কঠিন। ফিরেছেন কেএল রাহুলও।
পাকিস্তানের প্লেয়িং-১১ ঘোষণা একদিন আগেই
পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ভারতের বিপক্ষে ম্যাচের জন্য একদিন আগেই তাদের প্লেয়িং-১১ ঘোষণা করেছে। বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তানের প্লেয়িং-১১-এ পরিবর্তন এসেছে। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে দেখা গেছে মোহাম্মদ নওয়াজকে। এখন দ্বিতীয় ম্যাচে নওয়াজের জায়গায় জায়গা পেয়েছেন ফাহিম আশরাফ।
পিচে ঘাস রয়েছে। সুবিধা পাবেন পেসাররা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখন কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। ফলে আবহাওয়া বদলাচ্ছে। টসে জিতেছে পাকিস্তান দল। শুরুতে ভারতীয় দলকে ব্যাটিং করতে পাঠিয়েছেন পাক ক্যাপ্টেন বাবর আজম।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
পাকিস্তান দল: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।