Advertisement

Asia Cup 2023 India vs Sri Lanka: একাই ৫ উইকেট ওয়েল্লালাগের, শ্রীলঙ্কার দাপটে নাজেহাল টিম ইন্ডিয়া

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর। বেশ আত্মবিশ্বাস নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। শুরুটাও বেশ ভালো হয়েছিল। মনে করা হচ্ছিল, পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও বড় রান করবেন ভারতের ব্যাটাররা। তবে সবকিছুতেই জল ঢেলে দেন ওয়েল্লালাগে। 

৫ উইকেট ওয়েল্লালাগের
Aajtak Bangla
  • কলম্বো,
  • 12 Sep 2023,
  • अपडेटेड 6:15 PM IST

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর। বেশ আত্মবিশ্বাস নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। শুরুটাও বেশ ভালো হয়েছিল। মনে করা হচ্ছিল, পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও বড় রান করবেন ভারতের ব্যাটাররা। তবে সবকিছুতেই জল ঢেলে দেন ওয়েল্লালাগে। 


টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। বিনা উইকেটে ৮০ রান করার পর, ওয়েল্লালাগের দাপট শুরু হয়ে যায়। ভারতীয় দলকে প্রথম ধাক্কা দেন গিলকে আউট করে। বাবর আজমদের বিরুদ্ধে ভালো খেললেও এদিন আর তা হল না। ১৯ রান করে আউট হয়ে গেলেন শুভমন। দুনিথ ওয়েল্লালাগের বলের লাইনই ধরতে পারেননি তিনি। বোল্ড হয়ে ফিরে যান ভারতীয় ওপেনার। তাঁর বোলিং-এ ফেরেন বিরাট কোহলিও। গতকাল সেঞ্চুরি করলেও আজ একেবারেই খেলতে পারেননি। ৩ রান করেই আউট হন তিনি। শর্ট বল লেগ সাইডে খেলে সিঙ্গল নেওয়ার চেষ্টায় ছিলেন বিরাট। ব্যাটে লেগে বল উঠে যাওয়ায় শর্ট মিড উইকেটে আউট হন তিনি। 

৪৪ বলে অর্ধশতরান করেন রোহিত। পুল শটে চার মেরে এই কীর্তি গড়ার পরেই আউট হন তিনিও। বোলার সেই ওয়েল্লালাগই। একটু নিচু হয়ে আসা বল ধরতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন। বল সোজা গিয়ে উইকেট ভেঙে দেন। এখানেই শেষ নয়, ফর্মে থাকা আরও এক ব্যাটারকেও আউট করেন ওয়েল্লালাগে। 


এরপর তাঁর বলে আউট হন কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। নিজের শেষ ওভারের শেষ বলে হার্দিকের উইকেট তুলে নেন তিনি। হার্দিককে শুরুতে আম্পায়ার আউট না দিলেও, ডিআরএস নেয় শ্রীলঙ্কা। সেখানে দেখা যায়, বল হার্দিকের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের হাতে যায়। ১০ ওভারে ৪০ রানে ৫ উইকেট নিলেন এই স্পিনার।  

Advertisement

২০ বছরের এক লঙ্কান তরুণ স্পিনার দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage)। দেশের হয়ে ১৩তম একদিনের ম্যাচ খেলছেন। চলতি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে নামার আগে তিন ম্যাচে দুনিথ নিয়েছিলেন ৪টি উইকেট। কলম্বোতে তাঁর প্রাপ্তি চারটি বড় উইকেট। তাও আবার ভারতের সেরা পাঁচ তারকার।
 
ভারতের প্লেয়িং ইলেভেন
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement