Advertisement

Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা প্লেয়ার

এশিয়া কাপের মরণবাঁচন ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যা বাড়ল বাবর আজমদের। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ। ভারতের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। ৪৯তম ওভারে চোট পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে নামবে পাকিস্তান। তবে তার আগে দলের অন্যতম সেরা বোলার চোট পেয়ে বাইরে চলে গেলেন।

পাকিস্তান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2023,
  • अपडेटेड 9:21 AM IST
  • চোট নাসিম শাহের
  • এশিয়া কাপ থেকে ছিটকে গেলে তারকা বোলার

এশিয়া কাপের মরণবাঁচন ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যা বাড়ল বাবর আজমদের। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ। ভারতের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। ৪৯তম ওভারে চোট পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে নামবে পাকিস্তান। তবে তার আগে দলের অন্যতম সেরা বোলার চোট পেয়ে বাইরে চলে গেলেন।

কাঁধে চোট নাসিমের
৪৯তম ওভারে বল করার সময় কাঁধে চোট পান নাসিম। পুরো ওভার বলও করতে পারেননি। ব্যাট করতেও নামেননি তিনি। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান। সেই কারণেই এশিয়া কাপে তাঁকে আর না খেলিয়ে জমনকে দলে নিল তারা। নাসিমকে এশিয়া কাপ থেকে বাদ দিলেও চোট পাওয়া আরেক পেসার হ্যারিস রউফ এখনও দলে রয়েছেন। রউফ ভারতের বিরুদ্ধে রবিবার পাঁচ ওভার বল করলেও পরের দিন আর খেলতে নামেননি। বল বা ব্যাট কোনওটাই করেননি। তাঁকে দলে রেখে দিয়েছে পাকিস্তান। যদিও তরুণ পেসার শাহনাওয়াজ দাহানিকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়েছে। 
রাউফের চোট সম্পর্কে পিসিবি জানিয়েছে, ডান পায়ে ব্যথা রয়েছে হ্যারিসের। তবে দ্রুত তা ঠিক হয়ে যাবে।‘

নাসিম শাহ

বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে কী হবে?

যদি বৃহস্পতিবারের ম্যাচ পণ্ড হয়ে যায় তাহলে ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। তার কারণ হলো, শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস (-) ০.২০০, পাকিস্তানের নেট রান রেট মাইনাস (-) ১.৮৯২। ফলে শ্রীলঙ্কার কাছে হারলে পাকিস্তানের বিদায় তো এমনিতেই হয়ে যাবে। এমনকী ম্যাচটি পরিত্যক্ত হয়ে দুই দল এক পয়েন্ট করে পেলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে দাসুন শনাকারাই চলে যাবেন ফাইনালে।

Advertisement

ফাইনালে ভারত-পাক?
বিশ্বকাপের আগে এশিয়া কাপে ইতিমধ্যেই দুইবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, সুপার ফোরের ম্যাচে বাবর আজমদের হারিয়ে দিয়েছিলেন রোহিত শর্মারা। এবার কি ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ? তার জন্য বৃহস্পতিবারের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। বিশ্বকাপের আগে এশিয়া কাপে বেশ চাপে বাবররা। দল হিসেবে শক্তিশালী হলেও, গতবারের চ্যাম্পিয়নরা যে ছেড়ে কথা বলবে না তা বোঝা গিয়েছে আজকের ম্যাচেও। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement