বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। এবারের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ শ্রীলকায় অনুষ্ঠিত হলেও, পাকিস্তান সরকারিভাবে এবারের এশিয়া কাপ আয়োজন করছে। সাধারণভাবে যে জার্সি পরে দলগুলি খেলে সেখানে টুর্নামেন্টের নাম থাকার পাশাপাশি থাকে আয়োজক দেশের নামও। তবে এবারের এশিয়া কাপে তেমন কিছু দেখা যাচ্ছে না।
সমস্ত দলের জার্সিতেই এশিয়া কাপের লোগো থাকলেও, নেই পাকিস্তানের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) আপত্তিতে এ বারে এশিয়া কাপ আয়োজন নিয়ে প্রথম থেকেই বেশ চাপে ছিল পাকিস্তান। টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠানো হবে না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই এ কথা জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। অন্য দিকে, পাকিস্তানও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব ছাড়তে রাজি ছিল না। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে হচ্ছে এ বারের প্রতিযোগিতা। অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। প্রতিযোগিতার মূল আয়োজক পাকিস্তান। শ্রীলঙ্কা হসপিটালিটি পার্টনার। তবে জার্সিতে নাম নেই শ্রীলঙ্কারও।
কেন এমন হল?
নিয়ম অনুসারে, প্রথমবার এশিয়া কাপে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকার কথা ছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনাও শুরু হয়ে গিয়েছিল। তবে ম্যাচ শুরু হতেই দেখা যায় একেবারে অন্য দৃশ্য। এমনকি, পাকিস্তানের জার্সিতেও ‘পাকিস্তান ২০২৩’ শব্দবন্ধ।
কেন এই শব্দবন্ধ মুছে দেওয়া হল তা জানা যায়নি। মনে করা হচ্ছে, এর পিছনেও রয়েছে বিসিবিআই। ভারতের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে হয়তো রাজি হননি তাঁরা। তাই সব দলের জার্সি থেকেই ‘পাকিস্তান ২০২৩’ শব্দবন্ধ মুছিয়ে দিয়েছেন বিসিসিআই কর্তারা।
এ ক্ষেত্রেও হার মানতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। অর্থাৎ, জার্সি দেখে বোঝা যাবে না এ বারের প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। এই ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল (Team India)। এরপর রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা খেলবেন নেপালের বিরুদ্ধে।