Advertisement

ATK Mohun Bagan: দেশের দুই তারকা মিডফিল্ডারকে তুলতে পারে মোহনবাগান

চোট-আঘাত সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট থাকায় সমস্যা হচ্ছে ম্যাচেও। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও কাঙ্খিত ফল পাচ্ছে না সবুজ-মেরুন শিবির। সেই জন্যই এবার বিদেশি ফুটবলাদের পাশাপাশি ভারতীয় তারকাদেরও দলে নিতে চাইছে এটিকে মোহনবাগান। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নামী তারকাদের দলে নিতে চাইছে তারা।

এটিকে মোহনবাগানএটিকে মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 11:12 AM IST
  • দুই ভারতীয় মিডফিল্ডার সই করাতে পারে এটিকে মোহনবাগান
  • দলে আসতে পারেন ইশান পন্ডিতাও

চোট-আঘাত সমস্যায় জর্জরিত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট থাকায় সমস্যা হচ্ছে ম্যাচেও। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও কাঙ্খিত ফল পাচ্ছে না সবুজ-মেরুন শিবির। সেই জন্যই এবার বিদেশি ফুটবলাদের পাশাপাশি ভারতীয় তারকাদেরও দলে নিতে চাইছে এটিকে মোহনবাগান। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নামী তারকাদের দলে নিতে চাইছে তারা।

কাদের নিতে পারে মোহনবাগান?
শোনা যাচ্ছে, কেরল ব্লাস্টার্স (Kerala Blasters) থেকে মোহনবাগানে আসতে পারেন পুইটিয়া (Lalthathanga Khawlhring)। এবারেই এই ভারতীয় মিডফল্ডারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কেরল দলের। তাই মিডফিল্ড শক্তিশালী করতে এই তারকাকে দলে নিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। ২৪ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার এই মরশুমে ৬টি ম্যাচ  খেলেছেন। কেরল ব্লাস্টার্স ছাড়াও, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (North East United FC), ডিএসকে শিভাজিয়ান্স, আইজল এফসি-তে খেলেছেন পুইটিয়া। মূলত শিভাজিয়ান্সের অনূর্ধ্ব-১৯ দল থেকেই উঠে এসেছেন পুইটিয়া। চলতি মরশুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি পুইটিয়া। ধরে নেওয়া যায়, এই মরশুমে আর তাঁকে রাখছে না কেরল। তাই তাঁকে টার্গেট করছে এটিকে মোহনবাগান। 

আরও পড়ুন

শোনা যাচ্ছে, ভারতের তারকা উইঙ্গার মনবীর সিং (Manvir Singh) হয়ত বাকি ম্যাচ খেলতে পারবেন না। তাঁর জায়গায় মোহনবাগান সই করাতে পারে ইশান পন্ডিতাকে (Ishan Pandita)। জামশেদপুর এফসি থেকে তাঁকে দলে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। জামসেদপুরের সঙ্গে এই জন্য কথাও বলছে এটিকে মোহনবাগান। এই দুই ভারতীয় ফুটবলারকে তুলে নিতে পারলে বেশ শক্তিশালী হয়ে যাবে এটিকে মোহনবাগান।

একাধিক ফুটবলারের চোট নিয়ে সমস্যায় মোহনবাগান 
একের পর এক ফুটবলারকে চোট পেয়ে বসতে হয়েছে। প্রণয় হালদারকে (Pronay Haldar) পাশে বসিয়ে জুয়ান ফেরান্দোর সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তাই আত্মবিশ্বাসের জায়গায় শুধুই অসহায়তা। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে এটিকে মোহনবাগানের চোটের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে।

Advertisement
এটিকে মোহনবাগানে আসতে পারেন ইশানও

কাদের চোট রয়েছে?
আশিষ রাই,দীপক টাংরি শেষ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন। তাদের চোট এতটাই গুরুতর যে এফসি গোয়ার বিরুদ্ধে দু'জনেই খেলার মত জায়গায় নেই। হুগো বুমোস আজকের অনুশীলনে যোগ দিলেও তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। যা দেখে এটিকে মোহনবাগান বলছেন,“খেলার দিন সকালে কাদের পাওয়া যাবে তা দেখে দল তৈরি করব। চোট আঘাত সমস্যা আমার দলে বড় সমস্যা। যা সামলানোর রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে।”         

Read more!
Advertisement
Advertisement