সুপার কাপে (Super Cup 2023) দারুণ শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan)। এবার লক্ষ্য লিগ পর্যায়ের দ্বিতীয় ম্যাচে জামসেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচের আগে হুঙ্কার দিয়ে রাখলেন হুগো বুমোস (Hugo Bumos)। একটা সময় মনে করা হয়েছিল, হুগো মোহনবাগানে নাও থাকতে পারেন। আইএসএল (ISL 2023) চ্যাম্পিয়ন হওয়ার পরেও কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) সমালোচনা করে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের রোষের মুখে পড়তে হয়েছিল হুগোকে। তবে সেই সমস্যা যে মিটে গিয়েছে, তা বোঝা গেল এ'দিন।
জামসেদপুরের বিরুদ্ধে খেলতে নামার আগে হুগো বলেন, 'কোঝিকোড়ে আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি। জামসেদপুরের পর এফসি গোয়ার বিরুদ্ধেও খেলতে হবে মোহনবাগানকে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে সমস্ত ম্যাচ জিততে হবে। আপাতত আমাদের লক্ষ্য জামসেদপুরের বিরুদ্ধে ম্যাচে জেতা। ওরাও আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবে। আমাদের জেতার জন্যই নামতে হবে।' কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার পর আত্মবিশ্বাসী হুগো। তিনি বলেন, 'ওরাও পাঁচ গোলে এফসি গোয়ার বিরুদ্ধে জয় পেয়েছে। তবে আমরাও তৈরি। কঠিন ম্যাচ। দলের চারজন গোল পেয়েছে গত ম্যাচে।' দলের চার ফুটবলার গোল পাওয়াতে আরও খুশি হুগো। তিনি বলেন, 'আমি একা নই, প্রথম ম্যাচে গোটা দলই ভালো খেলেছে। চার ফুটবলার গোল পেয়েছে। লিস্টন কোলাসো দুটো দারুণ গোল করেছে। মনবীর ও কিয়ানরাও গোল পেয়েছে।'
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে লোবেরা আদৌ কোচ হয়ে আসছেন? সমস্যা আর মিটছে না
সুপার কাপের প্রথম ম্যাচেই এএফসি কাপের বদলা নিয়েছে মোহনবাগান। কঠিন ম্যাচে ৫-১ গোলে জয় দলের ফুটবলাদের বাড়তি অক্সিজেন দিয়েছে। সমস্ত দিক থেকে ভালো খেলছে দল। এমনটাই দাবি হুগো বুমোসের। দীর্ঘদিন আইএসএল-এ ভালো খেলতে না পারলেও সুপার কাপে নেমেই জোড়া গোল করা লিস্টন কোলাসো বলছেন, তিনি প্রতিজ্ঞা করেই এই ম্যাচে খেলতে নেমেছিলেন।
আরও পড়ুন: আবার ৫ গোল! আবার সেই মোহনবাগান, ফিরে দেখা সোনালি অতীত
মোহনবাগান স্ট্রাইকার বলেন, 'অনেকদিন পর ম্যাচে জোড়া গোল করেছি। এই ম্যাচগুলোতে জয়ের ধারা বজায় রাখাই চ্যালেঞ্জ। আমি জানতাম পারবই। গোকুলাম ম্যাচের আগে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে কিছু করতেই হবে। সেটা করতে পেরে ভালো লাগছে। গোটা দলই ভালো খেলছে।'