Advertisement

ISL Final ATK Mohun Bagan vs Bengaluru FC: আজ জিতলে রাতারাতি কোটিপতি প্রীতম-শুভাশিসরা, হেরে গেলে?

বড় অঙ্কের টাকা পাবে চার সেমিফাইনালিস্ট দলও। দেড় কোটি টাকা করে পাবে মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান।  এই মরশুমে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। তারা পাবে সাড়ে তিন কোটি টাকা। লিগ শিল্ড জিতলেও সেমিফাইনালের লড়াইয়ে বেঙ্গালুরু এফসিকে হারাতে পারেনি তারা। প্রথম লেগে ০-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় মুম্বই। যদিও গোলপার্থক্য সমান হওয়ায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ফয়সালা হয়নি। টাইব্রেকারে সুনীলরা মুম্বইকে হারিয়ে ফাইনালে চলে যায় বেঙ্গালুরু। 

এটিকে মোহনবাগানএটিকে মোহনবাগান
Aajtak Bangla
  • গোয়া,
  • 18 Mar 2023,
  • अपडेटेड 4:18 PM IST
  • শনিবার আইএসএল ফাইনাল
  • কোটি টাকা পেতে পারেন

মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC vs ATK Mohun Bagan) আইএসএল ফাইনালে (ISL Final) মুখোমুখি হতে চলেছে। ফাইনালে জিতলে মালামাল হতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। গোয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে সুনীল ছেত্রীদের হারাতে পারলে প্রচুর টাকা পাবেন প্রীতম কোটালরা। যদিও প্রথম মরশুম থেকে এখনও পুরস্কার মূল্য বাড়ায়নি এফএসডিএল। সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) সেই ম্যাচে হারাতে পারলে কত টাকা পাবেন এটিকে মোহনবাগান ফুটবলাররা? প্রথম বছর থেকে এখনও অবধি প্রাইজ মানি বাড়ানোর কথা ঘোষণা করেনি এফএসডিএল। ফলে ফাইনাল ম্যাচ জিতলে আট কোটি টাকা পাবে মোহনবাগান দল। রানার্স হলে কী হবে? ফাইনালে হেরে গেলে চার কোটি টাকা পাবে মোহনবাগান।

বড় অঙ্কের টাকা পাবে চার সেমিফাইনালিস্ট দলও। দেড় কোটি টাকা করে পাবে মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান।  এই মরশুমে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। তারা পাবে সাড়ে তিন কোটি টাকা। লিগ শিল্ড জিতলেও সেমিফাইনালের লড়াইয়ে বেঙ্গালুরু এফসিকে হারাতে পারেনি তারা। প্রথম লেগে ০-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় মুম্বই। যদিও গোলপার্থক্য সমান হওয়ায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ফয়সালা হয়নি। টাইব্রেকারে সুনীলরা মুম্বইকে হারিয়ে ফাইনালে চলে যায় বেঙ্গালুরু। 

আরও পড়ুন

দ্বিতীয় সেমিফাইনালেও দুই লেগে ম্যাচ মিমাংসা হয়নি। এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি দুই দলের কেউই গোল করতে বা পারায় ম্যাচ এক্সট্রা টাইমে গড়ায়। সেখানেও গোল করতে পারেনি কোনও দল। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে হায়দরাবাদকে হারিয়ে জয় পায় মোহনবাগান। ফলে ফাইনালে চলে যায় তারা। শনিবার গোয়ায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

কোন দল কত টাকা পাবে?

আইএসএল চ্যাম্পিয়ন- আট কোটি টাকা।
আইএসএল রানার্স- চার কোটি টাকা।
লিগ শিল্ড চ্যাম্পিয়ন (মুম্বই সিটি এফসি) - সাড়ে তিন কোটি টাকা।

এবারের লিগে একেবারে শেষদিকে জ্বলে ওঠে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। শেষ কিছু ম্যাচে পরপর জয় তুলে নিয়ে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলে মোহনবাগান। একই ভাবে নিজেদের জায়গা পাকা করে বেঙ্গালুরু এফসিও।  

Read more!
Advertisement
Advertisement