Advertisement

ATK Mohun Bagan vs Bengaluru FC ISL: ISL জিততেই হবে! প্রীতমদের কীভাবে তাতাচ্ছে মোহনবাগান?

শনিবার আইএসএল-এর (ISL Final) ফাইনালে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেই মেগা ফাইনালের আগে ফিনল্যান্ডের জনি কাউকোকে (Joni Kauko) গোয়া উড়িয়ে এনেছে মোহনবাগান (Mohun Bagan)। চোটের জন্য মরশুমের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল জনি কাউকোকে। দল ফাইনালে ওঠায় গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। 

মোহনবাগান
Aajtak Bangla
  • গোয়া,
  • 17 Mar 2023,
  • अपडेटेड 3:59 PM IST
  • শনিবার ফাইনালে খেলতে নামছে এটিকে মোহনবাগান
  • ম্যাচের আগে গোয়ায় পৌঁছে গেলেন জনি কাউকো

শনিবার আইএসএল-এর (ISL Final) ফাইনালে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সেই মেগা ফাইনালের আগে ফিনল্যান্ডের জনি কাউকোকে (Joni Kauko) গোয়া উড়িয়ে এনেছে মোহনবাগান (Mohun Bagan)। চোটের জন্য মরশুমের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল জনি কাউকোকে। দল ফাইনালে ওঠায় গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। 

গোয়ায় পৌঁছে গিয়েছেন জনি

জনি কাউকো চোট পাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে। দেশে ফিরে গেলেও তাঁর অবদান ভোলেনি এটিকে মোহনবাগান। তাঁকে বিশেষ সম্মান জানাতে গোয়ায় ফাইনাল ম্যাচে নিয়ে আসা হয়েছে। দলকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন ফিনিশ মিডফিল্ডার। ফতোরদা স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাবে জনিকে। ২০২০ সালে ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপে খেলেছিলেন তিনি। বেঙ্গালুরু এফসি-র টানা ১১ ম্যাচে জয়ের দৌড় থামিয়ে খেতাব জেতার লক্ষ্যে নামছে এটিকে মোহনবাগান। গত দু’দিন ধরেই বেঙ্গালুরু এফসি-র রক্ষণে কী ভাবে চিড় ধরানো যায়, তার নীল নকশা তৈরি করেছে সবুজ-মেরুন ব্রিগেড। একইভাবে প্রীতম কোটালরা কী ভাবে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের রুখবেন সেই প্রশিক্ষণও করিয়েছেন জুয়ান ফেরান্দো। সব মিলিয়ে বেশ জমজমাট অনুশীলনের পর বৃহস্পতিবার গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। গোয়ায় পৌঁছে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

জনি কাউকো

আরও পড়ুন: সৌজন্যের নয়া নজির, ইস্টবেঙ্গলের যমুনাকে ফাইনালে আমন্ত্রণ মোহনবাগান কর্তার

ম্যাচ দেখতে যাচ্ছেন অরূপ-অনির্বাণ

ম্যাচ দেখতে গোয়া উড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, যাচ্ছেন আইএফএ সভাপতি অনির্বাণ দত্ত। অরূপকে গোয়া পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অরূপ বলেন, ' 'মোহনবাগান আইএসএল-এর ফাইনাল খেলছে এটা বাংলার জন্য খুবই গর্বের। এবার সন্তোষ ট্রফিতে আমরা ব্যর্থ হয়েছি। সেখানে আইএসএল ফাইনাল খেলছে মোহনবাগান। এটা বাংলার বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন গোয়া যেতে। ওনার বিশ্বাস আমি থাকলেই মোহনবাগান ম্যাচ জিতে। উনি বলেছেন চ্যাম্পিয়ন হয়েই ফিরতে।' 

Advertisement

আরও পড়ুন: ফাইনালে দক্ষিণাত্যের দলকে হারাতে দক্ষিণের দেবতার শরণে মোহনবাগান কর্তা সঞ্জীব

দলে ফিরতে পারেন আশিক

চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন আশিক ক্রুনিয়ান। ফাইনালে তাঁকে খেলানো হতে পারে। কেরল ব্লাস্টার্স বিরুদ্ধে জেতার পর সহজেই ডার্বি জেতে মোহনবাগান। প্লে অফের ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে সবুজ-মেরুন। জুয়ান ফেরান্দোর ছেলেদের বিরুদ্ধে দারুণ লড়াই করলেও জয় হাসিল করতে পারেনি হায়দরাবাদ এফসি। প্রথম লেগের পাশাপাশি দ্বিতীয় লেগেও গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয় লেগের ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ম্যাচের নিস্পত্তি হয়নি। টাইব্রেকারে জয় পায় মোহনবাগান। অন্যদিকে, বেঙ্গালুরুও টাইব্রেকারে লিগ শিল্ড জেতা মুম্বই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে ওঠে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement