Advertisement

Alyssa Healy: ম্যাচ হেরেও টিম ইন্ডিয়ার ছবি তুললেন অজি ক্যাপ্টেন, কেন VIRAL সেই VIDEO?

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়ে রেকর্ড গড়েছে ভারতের মহিলা দল। মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই টেস্টের পর স্পিরিট অফ ক্রিকেটের অসাধারণ নজির দেখা গেল। ম্যাচের পর ক্যামেরা হাতে মাঠে নেমে পড়লেন তিনি। কী ছবি তুললেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন? কেন স্পিরিট অফ ক্রিকেটের কথা উঠে আসছে?

ভারতের মহিলা দলের ছবি তুললেন অ্যালিসা হিলি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Dec 2023,
  • अपडेटेड 6:48 PM IST

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়ে রেকর্ড গড়েছে ভারতের মহিলা দল। মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই টেস্টের পর স্পিরিট অফ ক্রিকেটের অসাধারণ নজির দেখা গেল। ম্যাচের পর ক্যামেরা হাতে মাঠে নেমে পড়লেন তিনি। কী ছবি তুললেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন? কেন স্পিরিট অফ ক্রিকেটের কথা উঠে আসছে?

পূজা ভস্ত্রকার, রিচারা আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারানোর পর মাঠে দাঁড়িয়ে আনন্দ করছিলেন। এটাই মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জয়। ফলে উদযাপন চলছিল দারুণ ভাবে। এমন সময়ই ক্যামেরা হাতে টিম ইন্ডিয়ার ছবি তুলতে দেখা যায় অ্যালিসা হিলিকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে বিসিসিআই। আর তা এখন ভাইরাল। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অজি ক্যাপ্টেন বলেন, ' ওটা আমার ক্যামেরা ছিল না। ক্যামেরাম্যানকে ঠেলে দিয়ে আমি নিয়ে নিয়েছি।' যদিও হিলি মনে করেন তিনি ছবি তুলতে একেবারেই দক্ষ নন। তিনি বলেন, 'আমি ছবি ভাল তুলতে পারি না। তুলতে গিয়ে টিম ইন্ডিয়ার অর্ধেক দলকেই কেটে ফেলেছি। আমার মনে হয়, এই ছবিটা ব্যবহার করা হবে না।'

ছবিটা যেমনই হোক, হিলির এই কাজ মন জয় করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার। তবে এদিন, আট উইকেটে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসে মাত্র ২১৭ রান করে। তাহিলা ম্যাকগ্রা হাফ সেঞ্চুরি করেন। সেটাই সেই ইনিংসে অজিদের সর্বোচ্চ ব্যক্তিগত রান। পাশাপাশি বেথ মুনি ৪০ রানের ইনিংস খেলেন। ভারতের পক্ষ থেকে পূজা ভাস্ত্রকার চারটি এবং স্নেহ রানা তিনটি করে উইকেট তুলে নেন। টিম ইন্ডিয়ার স্পিনারদের কাছেই বারেবারে পরাস্ত হন অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

ভারতীয় ব্যাটারদের  দুর্দান্ত পারফরম্যান্স 

জবাবে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪০৬ রানের পাহাড় গড়ে। প্রথম ইনিংসেই ১৮৯ রানের লিড নিয়ে নেয় ভারতের মেয়েরা। দীপ্তি শর্মা ৭৮ রান এবং স্মৃতি মান্ধানা ৭৪ রান করেন। ব্যাট হাতে অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন বাংলার রিচা ঘোষ। হাফ সেঞ্চুরি করে ভারতের লিড আরও বাড়ান জেমিমা রড্রিগস। অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট তুলে নেন অ্যাশলে গার্ডনার।

Advertisement

অস্ট্রেলিয়া দল দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভাল ব্যাটিং করে। তবে তা যথেষ্ট ছিল না। ২৬১ রানে সমস্ত উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও তাহিলা ম্যাকগ্রা সর্বোচ্চ ৭৩ রান করেন এবং অ্যালিসা পেরি করেন ৪৫ রান। স্পিনার স্নেহ রানা চারটি উইকেট নেন এবং হরমনপ্রীত কৌর এবং রাজেশ্বরী গায়কোয়াডও দু'টি করে উইকেট তুলে নেন।

চতুর্থ ইনিংসে ব্যাট করা সবসময়ই কঠিন কাজ। তবুও মাত্র ১৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ছয়টি চার মেরে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন স্মৃতি মান্ধানা। মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। এর আগে দুই দেশের মধ্যে ১০টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে অজিরা জিতেছে চারটি ম্যাচে। ছয়টি ম্যাচ ড্র হয়েছে।     
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement