Advertisement

India vs Australia: প্রথম টেস্টের দল ঘোষণায় চমক অস্ট্রেলিয়ার, টিম ইন্ডিয়াকে হারাতে কী প্ল্যান?

ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থে ২২ নভেম্বর থেকে। সেই সিরিজের দল আগেই ঘোষণা করে দিয়েছিল ভারত। এবার দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়াও। 

রোহিত শর্মা ও প্যাট কামিন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 11:53 AM IST

ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে পার্থে ২২ নভেম্বর থেকে। সেই সিরিজের দল আগেই ঘোষণা করে দিয়েছিল ভারত। এবার দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়াও। 

দলে জায়গা পেলেন ২ তরুণ
১৩ সদস্যের অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। দলে ওপেনার নাথান ম্যাকসুইনি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ ইঙ্গলিশের সুযোগ পাওয়া অনেককেই হয়ত চমকে দেবে। পার্থ টেস্ট ম্যাচে উসমান খাজার সঙ্গে ওপেন করতে পারেন ম্যাকসুইনি। 25 বছর বয়সী McSweeney এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। তবে অস্ট্রেলিয়ার হয়ে ইতিমধ্যেই ওডিআইও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন ইংলিশরা। অন্যদিকে ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন স্কট বোল্যান্ড।

নাথান ম্যাকসুইনি এবং ইঙ্গলিসকে বেছে নেওয়ার বিষয়ে, অস্ট্রেলিয়ান দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, 'আমরা আত্মবিশ্বাসী যে নাথানের এমন গুণ আছে যা টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক রেকর্ডও শক্তিশালী। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া-এ-এর হয়ে তার পারফরম্যান্স ছিল চমৎকার। এটা বোঝায় আন্তর্জাতিক ক্রিকেটে সে ভাল পারফর্ম করবে। একইভাবে, জোশ শেফিল্ড শিল্ড প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে রয়েছেন সেই কারণেই তাঁকে দলে জায়গা দেওয়া হয়েছে।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ান দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ- অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ। 

Advertisement

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর- ২২-২৬ নভেম্বর: প্রথম টেস্ট, পার্থ ৬-১০ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড ১৪-১৮ ডিসেম্বর: তৃতীয় টেস্ট, ব্রিসবেন ২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন ৩-৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement