Advertisement

IPL 2022: DC-কে হারিয়ে বিরাটের মতো সেলিব্রেশন আয়ুশের, Viral Video

এটি আয়ুশের প্রথম আইপিএল সিজন। মেগা নিলামে লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছিল। আয়ুশ এখনও পর্যন্ত লখনউয়ের হয়ে মরশুমে ৪টি ম্যাচ খেলেছেন, ইতিমধ্যেই তিনি একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। আয়ুশ ইতিমধ্যেই প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলেন। যদিও সেই ম্যাচে হেরে গিয়েছল লখনউ।

বিরাটের মত সেলিব্রেশন আয়ুশের বিরাটের মত সেলিব্রেশন আয়ুশের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2022,
  • अपडेटेड 4:26 PM IST
  • আইপিএলে আয়ুশ বাদোনির দুর্দান্ত অভিষেক
  • বাদোনি প্রথম চার ম্যাচে ১০২ রান করেছিলেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) মরশুমে, এমন অনেক তরুণ খেলোয়াড়কে দেখা যাচ্ছে, যারা তাদের প্রতিভা প্রমাণ করেছে। এমনই একজন খেলোয়াড় হলেন লখনউ সুপার জায়েন্টসের (LSG) আয়ুশ বাদোনি।  ছয়টি ছক্কা মেরে দলের হয়ে ম্যাচ জিতেছেন তিনি। বিরাট কোহলির (Virat Kohli) মত সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে।

আসলে, কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বে, লখনউ সুপার জায়ান্টস দল বৃহস্পতিবার তাদের চারটের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে। এই সময়ে, লখনউ দল ঋষভ পান্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে পরাজিত করে। ম্যাচে আয়ুশ বাদোনি ৩ বল খেলে অপরাজিত ১০ রান করেন।

জয়ের পর কোহলির স্টাইলে উদযাপন 
ইনিংসে একটি চার ও একটি ছক্কা হাঁকান বাদোনি। ২২ বছর বয়সী তরুণ খেলোয়াড় শেষ পর্যন্ত ছক্কা মেরে দলের হয়ে ম্যাচ জিতে নেন।  এরপর মরশুমের প্রথমবারের মতো তাঁর নতুন সেলিব্রেশন দেখালেন তিনি। ম্যাচ জেতার পর তিনি বিরাট কোহলির স্টাইলে উদযাপন করলেন, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

আরও পড়ুন


ভিডিওতে, দেখা যাচ্ছে বাদোনি কী ভাবে কোহলির স্টাইলে উদযাপন করেছেন। বিরাটের মতো তাঁকেও এক হাতে নিজের পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে দেখা গেছে। এর পর বিরাটের মতোই চিৎকার করেন আয়ুশ। 

আয়ুশ আগেই ফিফটি করে ফেলেছিলেন ম্যাচে

এটি আয়ুশের প্রথম আইপিএল সিজন। মেগা নিলামে লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছিল। আয়ুশ এখনও পর্যন্ত লখনউয়ের হয়ে মরশুমে ৪টি ম্যাচ খেলেছেন, ইতিমধ্যেই তিনি একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। আয়ুশ ইতিমধ্যেই প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলেন। যদিও সেই ম্যাচে হেরে গিয়েছল লখনউ।

চতুর্থ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ছক্কা মেরে জিতেছিল আয়ুশ। আয়ুশ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ১৯ রান করে অপরাজিত থাকেন। এই মরশুমে এখনও পর্যন্ত ৪ ম্যাচে ১০২ রান করেছেন আয়ুশ। এখন লখনউ দলের পরবর্তী অর্থাৎ পঞ্চম ম্যাচটি ১০ ​​এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement