Advertisement

Bangladesh VS New Zealand: ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড, রেকর্ড গড়ল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হয়েছে। তবুও শেষ ম্যাচ রেকর্ড ব্যবধানে জিতে দেশের সম্মান রক্ষা করল বাংলাদেশ। বল হাতে দাপট দেখিয়ে মাত্র ৯৮ রানেই তাঁরা শেষ করে ফেলল নিউজিল্যান্ডকে। জবাবে মাত্র ১ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নিল বেঙ্গল টাইগাররা। 

বাংলাদেশ দল
Aajtak Bangla
  • নেপিয়ার,
  • 23 Dec 2023,
  • अपडेटेड 1:47 PM IST

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হয়েছে। তবুও শেষ ম্যাচ রেকর্ড ব্যবধানে জিতে দেশের সম্মান রক্ষা করল বাংলাদেশ। বল হাতে দাপট দেখিয়ে মাত্র ৯৮ রানেই তাঁরা শেষ করে ফেলল নিউজিল্যান্ডকে। জবাবে মাত্র ১ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নিল বেঙ্গল টাইগাররা। 

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে ৯৮ রান করে সমস্ত উইকেট হারায় কিউয়িরা। রান তাড়া করতে নেমে ১৫ ওভার ১ বলেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আর এতেই তৈরি হল ইতিহাস। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কোনও একদিনের ম্যাচ জিতলেন নাজমুল হোসেন শান্তরা। নেপিয়ারে বল দারুণ মুভ করছিল। সেই কারণেই শান্তর এই সিদ্ধান্তে দারুণ সুবিধা পেয়ে যায় বাংলাদেশ। চার পেসারই নিউজিল্যান্ডের ১০ উইকেট তুলে নেন। কিউয়িদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন উইল ইউং। ২৬ রান করেই আউট হন তিনি। 

ক্যাপ্টেন টম ল্যাথাম আউট হন ২১ রান করে। সিরিজ জিতে যাওয়ায়, শেষ ম্যাচে কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছিল নিউজিল্যান্ড। তিনটি করে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার। একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। তবে এর মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ওপেনার সৌম্য। মাত্র ৪ রান করে আউট হন তিনি।

যদিও তাতে বাংলাদেশের জিততে কোনও সমস্যা হয়নি। আরেক ওপেনার এনামুল হক ও ক্যাপ্টেন শান্ত রানের গতি ঠিক রাখেন। বলা ভাল, ৬-এর নীচে দলের গড় নামতেই দেননি। ৩৭ রান করে আউট হন এনামুল। এটাই বাংলাদেশের হারান একমাত্র উইকেট। অন্যদিকে শান্ত ৪২ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন দাস অপরাজিত থাকেন ১ রান করে। মাত্র ১৫.১ ওভারে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement