Advertisement

East Bengal New Coach: 'বাংলাদেশের বাতিল...' ইস্টবেঙ্গলের নয়া কোচকে তুমুল কটাক্ষ বসুন্ধরার ফ্যানদের

বিরাট প্রত্যাশা নিয়ে মরসুম শুরু করলেও, আইএসএল (ISL) শুরু হতেই মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা তিন ম্যাচ হেরে পদত্যাগ করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। এরপরেই কোচ হিসেবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের (Basundhara Kings) প্রাক্তন কোচ অস্কার ব্রুজোকে (Oscar Bruzon) দায়িত্ব দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার ইস্টবেঙ্গল। 

ইস্টবেঙ্গল ও অস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 11:07 AM IST

বিরাট প্রত্যাশা নিয়ে মরসুম শুরু করলেও, আইএসএল (ISL) শুরু হতেই মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা তিন ম্যাচ হেরে পদত্যাগ করেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। এরপরেই কোচ হিসেবে বাংলাদেশের বসুন্ধরা কিংসের (Basundhara Kings) প্রাক্তন কোচ অস্কার ব্রুজোকে (Oscar Bruzon) দায়িত্ব দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার ইস্টবেঙ্গল। 
 

ইস্টবেঙ্গলকে কটাক্ষ বসুন্ধরা সমর্থকদের
এমনিতে সুযোগ পেলে ভারতকে কটাক্ষ করতে ছাড়েন না বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের একাংশ। সেটা ক্রিকেট হোক বা ফুটবল। সব ক্ষেত্রেই এই কটাক্ষ চলতে থাকে। এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হল না। 'তাহলে এই প্রথম বাংলাদেশের বাতিল __ ভারতে যাচ্ছে?।' এমনটাই পোস্ট করেছেন বসুন্ধরা কিংসের সমর্থকদের একাংশ। এএফসি চ্যালেঞ্জ লীগে নিজেদের ২য় ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তাঁরা। ইস্টবেঙ্গলের টানা হারের খতিয়ান তুলে ধরে লাল-হলুদ ক্লাবকে ট্রোল করেছে তারা। 

হেরেই চলেছে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ইস্টবেঙ্গলকে ছিটকে যেতেই আশঙ্কা শুরু হয়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। এরপর এসিএল টু কোয়ালিফায়ার থেকে আল্টিন আসেরের বিরুদ্ধে হার সমস্যায় ফেলে ইস্টবেঙ্গলকে। আইএসএল শুরু হতেই টানা হার কুয়াদ্রাতের উপর বিরাট চাপ ফেলে। ঘরের মাঠে গো ব্যাক শুনতে হয় স্প্যানিশ কোচকে। গত মরসুমেও যে কুয়াদ্রাত লাল-হলুদ স্বপ্নের সোদাগর ছিলেন, সেই কোচকেই পদত্যাগ করতে হয়। বলা ভাল, বাধ্য করা হয় তাঁকে।


 

কঠিন চ্যালেঞ্জের সামনে অস্কার
সহকারি কোচ বিনো জর্জকে একটা ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হলেও, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে হারেন ক্লেইটন সিলভারা। এরপরেই ডার্বি। দারুণ ফর্মে থাকা মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে নামার আগেই অস্কারকে দায়িত্ব দিল ইস্টবেঙ্গল। বিরাট চাপের মধ্যে ভারতে তাঁর তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন কোচ। এর মধ্যে পড়শি দেশ থেকে উড়ে আসছে কটাক্ষ। এমন অবস্থায় ডার্বিতে লাল-হলুদ জার্সির সম্মান অস্কার রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।          

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement