Advertisement

IPL 2024: IPL-এ প্লেয়ারদের নিয়ে ক্ষুব্ধ BCCI, এ কাজ করলেই হতে পারে ৯ লক্ষ টাকা জরিমানা

ক্রিকেটার বা ধারাভাষ্যকারদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। ম্যাচ চলাকালীন অনেকেই নানা ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে এবার রাশ টানতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ তাতে ক্ষতি হয় সম্প্রচারকারি সংস্থার। এই নির্দেশ না মানলে জরিমানার কবলেও পড়তে হতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চেইজিকে। 

আইপিএল ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2024,
  • अपडेटेड 5:52 PM IST

ক্রিকেটার বা ধারাভাষ্যকারদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। ম্যাচ চলাকালীন অনেকেই নানা ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে এবার রাশ টানতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ তাতে ক্ষতি হয় সম্প্রচারকারি সংস্থার। এই নির্দেশ না মানলে জরিমানার কবলেও পড়তে হতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চেইজিকে। 

কেন এমন নির্দেশ জারি করা হল?
সম্প্রচারের দায়িত্বে থাকা অধিকারধারীরা এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন, কারণ এতে সম্প্রচারকারীদের ক্ষতিও হয়। সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান একটি ছবি তুলেছিলেন এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে তা ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পর বিসিসিআইয়ের এক কর্মী সেই ছবি মুছে ফেলার নির্দেশ দেন। প্রথমে সে নির্দেশ তিনি মানতে না চাইলেও, পরে তাঁকে সেই ছবি মুছে ফেলতে হয়।

মিডিয়া রাইটস রয়েছে স্টার ইন্ডিয়া ও ভায়াকম ১৮-এর

Star India এবং Viacom 18 এর ডিজিটাল অধিকার রয়েছে। এই পরিস্থিতিতে, সবকিছু তাদের অন্তর্গত। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বিসিসিআই সবাইকে এই নির্দেশ দিয়েছে যে কেউ এই নিয়ম ভাঙলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। নিয়ম লঙ্ঘন করলে নয় লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। সম্প্রতি একজন ধারাভাষ্যকার স্টেডিয়াম থেকে ইনস্টাগ্রাম লাইভ করেছেন যা মিলিয়ন ভিউ পেয়েছে। একই সময়ে, লাইভ ম্যাচ চলাকালীন ভিডিও পোস্ট করার জন্য একটি আইপিএল দলকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

দোষী প্রমাণিত হলে ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা করা হবে
বিসিসিআই আধিকারিক বলেন যে আইপিএল দলগুলিকে ম্যাচের ফুটেজ বা ভিডিওগুলি শেয়ার করার কোনও অনুমতি নেই, তবে তারা ম্যাচের দিন সীমিত কিছু ছবি পোস্ট করতে পারে। ব্রডকাস্টাররা আইপিএল স্বত্বের জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছে। তাই ম্যাচের দিন ধারাভাষ্যকাররা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা ছবি পোস্ট করতে পারবেন না। তারা ছবি পোস্ট করতে পারে এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ ম্যাচ আপডেট দিতে পারে। তবে এই নিয়ম লঙ্ঘন করলে ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা করা হবে।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement