Advertisement

Ishan Kishan Shreyas Iyer: ঈশান সহ ৩ ক্রিকেটারকে নিয়ে আরও কড়া পদক্ষেপের পথে BCCI? সমস্যায় পড়বে KKR-ও

বিসিসিআই-এর নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি ঈশান কিশান, শ্রেয়স আইয়ার ও দীপক চাহারকে। বিভিন্ন কারণ দেখিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে চাইছেন না এই তিন ক্রিকেটার। এর আগে বিসিসিআই সচিব জয় শাহের কড়া বার্তার পরেও সে কথা কানেও তোলেননি তাঁরা। এবার শোনা যাচ্ছে, বোর্ডের চুক্তিপত্র থেকে বাদ পড়তে পারেন তাঁরা। 

শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Feb 2024,
  • अपडेटेड 12:06 PM IST

বিসিসিআই-এর নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি ঈশান কিশান, শ্রেয়স আইয়ার ও দীপক চাহারকে। বিভিন্ন কারণ দেখিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতে চাইছেন না এই তিন ক্রিকেটার। এর আগে বিসিসিআই সচিব জয় শাহের কড়া বার্তার পরেও সে কথা কানেও তোলেননি তাঁরা। এবার শোনা যাচ্ছে, বোর্ডের চুক্তিপত্র থেকে বাদ পড়তে পারেন তাঁরা। 

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বিরাট সমস্যায় পড়তে হতে পারে এই তিন ক্রিকেটারকে। ব্যাক স্প্যাজমের কারণ দেখিয়ে রঞ্জিতে খেলতে নামেননি ঈশান। তবে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে তাঁর চোট নেই। অর্থাৎ মিথ্যে কথা বলে রঞ্জি খেলতে নামেননি ঈশান। জাতীয় দল থেকে বাদ পড়েও চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন, সেখানে কেন ২ তরুণ ক্রিকেটার রঞ্জি খেলতে নামছেন না? সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই মানসিক সমস্যার কারণে দেশে ফিরে এসেছিলেন ঈশান। 

এই বছরেই রয়েছে টি২০ বিশ্বকাপ। তবে এর মধ্যেই তারকা ক্রিকেটাররা যদি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তা হলে টি২০ বিশ্বকাপ খেলাও বেশ সমস্যার হয়ে যেতে পারে তাদের জন্য। তবে শ্রেয়স নাকি তাঁর ঘনিষ্ঠ সূত্রকে জানিয়েছেন, ওয়ান ডে বিশ্বকাপে তিনি ভাল রান করেছেন। শুধু রঞ্জি না খেলার জন্য তাঁর চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।        

বাবার অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার। এছাড়াও তিনি কিছুদিন আগে জানিয়েছিলেন যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রেখেছেন। বোর্ডের তরফে অবশ্য রঞ্জি খেলতে বলা হয়েছিল দীপককে। কিন্তু সেই কথা শোনেননি এই পেসার। 

Advertisement

ফলে তাঁকেও সমস্যার মুখে পড়তে হতে পারে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচকরা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, যা বিসিসিআই শীঘ্রই ঘোষণা করবে। ঈশান ও শ্রেয়াসকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে কারণ দুজনেই ঘরোয়া ক্রিকেট খেলছেন না। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement