Advertisement

Bengal Cricket Team: চোট সারিয়ে বাংলা দলে শামি, ফিরলেন 'ব্যাটার' ঋদ্ধিমানও

চোট কাটিয়ে মাঠে ফিরছেন মহম্মদ শামি। তাও আবার বাংলা দলের হয়ে। আসন্ন ঘরোয়া মরসুমের জন্য ৩১ জনের দল ঘোষণা করেছে সিএবি। সেই দলে মহম্মদ শামির পাশাপাশি রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহাও। তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণ দেখা যাচ্ছে সম্ভাব্য ৩১ জনের তালিকায়।

mohammed shami and wriddhiman saha
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 7:10 AM IST

চোট কাটিয়ে মাঠে ফিরছেন মহম্মদ শামি। তাও আবার বাংলা দলের হয়ে। আসন্ন ঘরোয়া মরসুমের জন্য ৩১ জনের দল ঘোষণা করেছে সিএবি। সেই দলে মহম্মদ শামির পাশাপাশি রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহাও। তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণ দেখা যাচ্ছে সম্ভাব্য ৩১ জনের তালিকায়।

বাংলা দলে শামি
গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন মহম্মদ শামি। গোড়ালির অস্ত্রোপচারের পরে তিনি মাঠে ফেরার তোড়জোড় করছেন। ইতিমধ্যেই নেটে বোলিং শুরু করেছেন শামি। জাতীয় দলে ফেরার আগে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চান তিনি। বাংলার প্রাথমিক দলে নাম রয়েছে টিম ইন্ডিয়ার তারকা পেসারের। স্কোয়াডে রয়েছেন শামির ভাই মহম্মদ কাইফও।

দলে অনুষ্টুপও 
বাংলার সম্ভাব্য ৩১ জনের স্কোয়াডে নাম রয়েছে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের। রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, শাহবাজ আহমেদরাও। সিএবির তরফে এখনও এটা নিশ্চিত করা হয়নি যে, এবছর ঘরোয়া ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দেবেন কে। তবে ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে দেখাচ্ছে ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরনকে। 

ত্রিপুরা থেকে বাংলায় ফিরলেন ঋদ্ধিমান-সুদীপ

ঋদ্ধিমান সাহা গত ২টি মরশুম ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন। তবে এবার তিনি বাংলায় ফিরেছেন। ক'দিন আগেই সাংবাদিক সম্মেলন করে ঋদ্ধি জানান যে, প্রয়োজনে বাংলার হয়ে তিন ফর্ম্যাটেই মাঠে নামতে প্রস্তুত তিনি। ঋদ্ধি প্রাথমিক স্কোয়াডে থাকলেও তাঁকে আলাদা করে উইকেটকিপার হিসেবে চিহ্নিত করা হয়নি। বাংলা টিম ম্যানেজমেন্ট তথা ঋদ্ধি নিজেও চাইছেন অভিষেক পোড়েল উইকেটকিপিং করুন। ঋদ্ধির সঙ্গেই গত ২টি মরশুম ত্রিপুরার হয়ে মাঠে নামেন সুদীপ চট্টোপাধ্যায়। এবার তিনিও ফিরেছেন বাংলা দলে। আসন্ন ঘরোয়া মরশুমের জন্য বাংলার ৩১ জনের প্রাথমিক স্কোয়াডে নাম রয়েছে সুদীপের। উল্লেখ্য, ঋদ্ধির মতোই এ বছর বেঙ্গল প্রো টি-২০ লিগেও অংশ নেন সুদীপ।

Advertisement

আগামী মরসুমের জন্য বাংলার সম্ভাব্য ৩১ সদস্যের দল 

অভিমন্য ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, ঋদ্ধিমান সাহা, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, সৌরভ পাল, শুভম দে, অঙ্কুর পাল, অভিলিন ঘোষ, প্রদীপ্ত প্রামানিক, ভৈবব যাদব, করণ লাল, আমির গোনি, মহম্মদ শামি, মুকেশ কুমার, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রবি কুমার, রোহিত কুমার, ইরফান আফতাব, যুধাজিৎ গুহ, অনন্ত সাহা, গীত পুরি, প্রীতম চক্রবর্তী, সৌম্যদীপ মণ্ডল, ঋষভ বিবেক, সুমিত মহন্ত
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement