রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করছেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আলুর (কর্নাটক) এ মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে মনোজ তিওয়ারি একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ১০২ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি চার। এটি ছিল মনোজ তিওয়ারির প্রথম-শ্রেণীর কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি। তাঁর ইনিংসের কারণে বাংলার দল ২৭৩ রানে পৌঁছাতে সক্ষম হয়। তিনিই বর্তমানে বাংলার হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে মোট ৯,২৮৯ রান করেছেন তিনি।
মনোজ তিওয়ারি সেঞ্চুরি করার পর একটি বিশেষ নোট ক্যামেরার সামনে তুলে ধরেছিলেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেই কাগজে তিওয়ারি তাঁর স্ত্রী সুস্মিতা ও সন্তানদের নাম লিখেছেন। রঞ্জি ট্রফি মরশুমে এটি মনোজ তিওয়ারির টানা দ্বিতীয় সেঞ্চুরি। তিওয়ারি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৩৬ রান করেছিলেন।
৬৮ রানের লিড পেয়েছে মধ্যপ্রদেশ
এক সময় ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলার দল। কিন্তু এরপর মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ ষষ্ঠ উইকেটে ১৮৩ রানের জুটি গড়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। শাহবাজ আহমেদও খেলেছেন ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। এর আগে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস ৩৪১ রানে গুটিয়ে যায়। উইকেটরক্ষক হিমাংশু মন্ত্রী ১৬৫ ও অক্ষত রঘুবংশী ৬৩ রান করেন। প্রথম ইনিংসেই ৬৮ রানের লিড পেয়ে গেল মধ্যপ্রদেশ।
হারের মুখে বাংলা
দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট তুলে নিতে না পারলে সমস্যায় পড়বে বাংলা। দ্রুত মধ্যপ্রদেশকে আউট করতে পারলে অল্প রানের টার্গেট পাবে বাংলা। সেখান থেকে সরাসরি ম্যাচ জেতার দিকে লক্ষ্য রাখতে হবে তাদের। আর তা না হলে, ম্যাচ ড্র হয়ে যাবে। আর সেক্ষেত্রে ফাইনালে যাবে মধ্যপ্রদেশ। কারণ, প্রথম ইনিংসে এগিয়ে ছিল তারাই।
আরও পড়ুন: 'অ্যাটিটিউড শোধরাও...' বিরাটকে 'সবক' আফ্রিদির
২০১৩ সালে বিয়ে করেন মনোজ তিওয়ারি
মনোজ তিওয়ারি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও লাইমলাইটে থাকেন। ২০১৩ সালে সুস্মিতা রায়কে বিয়ে করেন মনোজ তিওয়ারি। বিয়ের আগে প্রায় সাত বছর দুজনেই একে অপরকে ডেট করেছিলেন। মনোজ তিওয়ারি ভারতের হয়ে মোট ১৫টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১টি শতরান আর ১টি অর্ধ শতরান করেছেন মনোজ।