Advertisement

FIFA World Cup 2022- Bhaichung Bhutia Exclusive: ফেভারিট দল কে, কাদের জেতার সম্ভাবনা? খোলামেলা উত্তর ভাইচুংয়ের

নিজের দেখা বিশ্বকাপের সেরা মুহূর্ত নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনাকেই সমর্থন করছেন ভাইচুং। স্পষ্ট করেই জানিয়ে দিলেন এই কথা। 

ভাইচুং ভুটিয়া ভাইচুং ভুটিয়া
জাগৃক দে
  • কলকাতা ,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 1:54 PM IST
  • বিশ্বকাপে ফেবারিট আর্জেন্টিনা
  • নিজের পছন্দের দলের নাম জানালেন ভাইচুং

আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)। কাতারে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই নিজের দেখা বিশ্বকাপের সেরা মুহূর্ত নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনাকেই সমর্থন করছেন ভাইচুং। স্পষ্ট করেই জানিয়ে দিলেন এই কথা। 

ভাইচুং বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ফিরে গেলেন তাঁর ছোটবেলায়। তাঁর দেখা প্রথম বিশ্বকাপের স্মৃতি নিয়ে নানা কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্মরণীয় বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই ভাইচুং বলেন, ''১৯৮৬ সালের বিশ্বকাপ আমার কাছে সেরা। দিয়েগো মারাদোনার বিশ্বকাপ। আমি তখনও অনেকটাই ছোট। তবে মনে আছে। দারুণ অনুভুতি।'' ছোটবেলার স্মরণীয় বিশ্বকাপ নিয়ে ভাইচুং আরও বলেন, ''সেই সময় টেলিভিশন সবে এসেছে। প্রচুর মানুষ একসঙ্গে একটা টেলিভিশনের দিকে চোখ রাখা, গোল হলে আনন্দ করা, এই অনুভুতি গুলো একেবারে স্পেশাল।'' 

আরও পড়ুন

১৯৮৬ সালে সেই বিশ্বকাপের পর আর বিশ্বসেরা হতে পারেনি আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ সালে বিশ্বকাপ জিতেছিল তারা। তবে এবার দীর্ঘ দিনের বিশ্বকাপ জয়ের খরা মেটাতে বদ্ধ পরিকর নীল-সাদা ব্রিগেড।  তবে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা ভারতের প্রাক্তন অধিনায়কের। এবারের বিশ্বকাপের পর অবসর নেবেন মেসি। তাই মেসির জন্যই এবারের বিশ্বকাপ জিতুক নীল-সাদা ব্রিগেড চাইছেন ভাইচুং। তিনি বলেন, ''আমি চাই এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। কারণ এটাই মেসির শেষ বিশ্বকাপ। সেই জন্যই চাইব ওরা জিতুক।'' আর্জেন্টিনার দল নিয়েও বেশ খুশি ভাইচুং। তিনি বলেন, ''দল বেশ শক্তিশালী। ভাল দল থাকায় সম্ভাবনা রয়েছে।'' 

 আর্জেন্টিনা দলে দুই ফুটবলারের চোটের খবরে আশঙ্কায় ভুগছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। তবে পাওলো ডিবালা (Paulo Dybala), অ্যাঞ্জেল দি মারিয়াকে (Angel Di María) রেখেই দল ঘোষণা করে দিল কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়নরা। মেসিদের দল ঘোষণা দেরিতে হওয়ায় আশঙ্কা আরও কিছুটা বেড়ে গিয়েছিল। তবে শুক্রবার রাতে সেই আশঙ্কা কেটে গেল। ২৩ জনের দলের অধিনায়ক মেসি। 

                  


       

Read more!
Advertisement
Advertisement