বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েডের সঙ্গে স্লেজ়িংয়ে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পান্থ। জানালেন কেন তিনি ওয়েডের মশকরার কোনও জবাব দেননি।
পান্থ জানিয়েছেন যে ওয়েডের সঙ্গে এই মশকরার প্রত্যেকটা মুহূর্ত তিনি উপভোগ করছিলেন। তাঁর মতে, এই অজ়ি ব্যাটসম্যানের উড়ে আসা মন্তব্য কিংবা মশকরা তাঁকে আরও বেশি করে মনোসংযোগ করতে সাহায্য করেছে। পান্থের কথায়, ওয়েডের কথার জবাব দিতে তাঁর কোনও ইচ্ছে করছিল না। সেই কারণেই তিনি চুপ করে ছিলেন।
এমনিতে উইকেটের পিছনে দাঁড়িয়ে বেশ ভালোই কথাবার্তা বলেন ঋষভ পান্থ। সোমবারও তিনি একইভাবে সারাদিন ধরে কথা বলে ভারতীয় বোলারদের চাঙ্গা করার চেষ্টা করছিলেন।
এমন একটা সময়ে, দৃশ্যত হতাশ ম্যাথিউ ওয়েড ঋষভ পান্থের উপরে ভড়কে যান। তিনিও পালটা ঋষভ পান্থের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেন। আসল কথাটা হল, যখনই এই অজ়ি ব্যাটসম্যান কোনও শট মিস করছিলেন কিংবা সমস্যায় পড়ছিলেন, তখনই উইকেটের পিছনে দাঁড়িয়ে খিকখিক করে হাসছিলেন ঋষভ। এটাই সহ্য করতে পারছিলেন না ওয়েড।
স্টাম্প মাইকে শোনা যায় যে ওয়েড বলে ওঠেন, "আবারও বড় স্ক্রিনে তুমি নিজেকে দেখছ? স্ক্রিনে নিজেকে দেখেই মজা পাচ্ছ আর হাসছ?"
ম্যাচের পর ঋষভ বলেন, "আমি এটার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছিলাম। আমার মনে হয়, ওয়েডও আমার থেকে কোনও মন্তব্য প্রত্যাশা করছিল, যাতে ও আরও বেশি করে মনোসংযোগ করতে পারে। কিন্তু সেটা আমি করতে দিইনি।"
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "আমি যথেষ্ট ভালো করে অনুশীলন করেছি। কিন্তু, প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাইনি। এটা ক্রিকেটেরই একটা অংশ। তবে দলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। দলের জন্য আরও ভালো করে খেলব।"