Advertisement

ATK Mohun Bagan: তিরির বদলে ব্রেন্ডন হামিলকে সই করাতে পারে ATK মোহনবাগান

শোনা যাচ্ছে, এশিয়া কোটার প্লেয়ার হিসাবেই হামিলকে সই করাতে চাইছে এটিকে মোহনবাগান। এর আগে ব্রেন্ডন মাইকেল হামিল অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলেছেন। সূত্রের খবর, ব্রেন্ডনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে এটিকে মোহনবাগান।  

তিরি ও ব্রেন্ডন হামিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2022,
  • अपडेटेड 11:31 AM IST
  • ব্রেন্ডনকে দলে নিল এটিকে মোহনবাগান
  • দল গুছিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান

দল গুছিয়ে নিচ্ছে এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন হামিলকে (Brendan Hamill) সই করাতে চলেছে এটিকে মোহনবাগান (Atk Mohun Bagan)। সূত্রের খবর, তাদের দলের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরির (Tiri) বদলি হিসাবে এই অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে সই করাতে চলেছে সবুজ-মেরুন শিবির। 

শোনা যাচ্ছে, এশিয়া কোটার প্লেয়ার হিসাবেই হামিলকে সই করাতে চাইছে এটিকে মোহনবাগান। এর আগে ব্রেন্ডন মাইকেল হামিল অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলেছেন। সূত্রের খবর, ব্রেন্ডনের সঙ্গে ইতিমধ্যে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে এটিকে মোহনবাগান।  

ক্লাব কেরিয়ারে মেলবোর্ন হার্টের হয়ে ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত খেলেছেন এই ডিফেন্ডার। এরপরে কোরিয়ান লিগের ক্লাব সেওঙ্গনামের হয়ে খেলেছেন তিনি। পরে লোনে গাঙ্গওয়ানের হয়েও খেলেন তিনি। এরপরে ফের অস্ট্রেলিয়াতে ফিরে আসেন হামিল। পরের বছরে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে ২০১৪ থেকে ২০১৯ মরশুম পর্যন্ত খেলেন তিনি। এরপরের দুই বছর ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। এর পরে গত মরশুমে মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলতে দেখা যায় তাঁকে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে সবুজ মেরুন জার্সি গায়ে এটিকে মোহনবাগানের রক্ষণ সামলাতে দেখা যাবে হামিলকে। 

আরও পড়ুন: আসছে FIFA বিশ্বকাপ, 'ওয়ান নাইট স্ট্যান্ড' যৌনতায় ৭ বছরের জেল, ঘোষণা কাতারে

আরও পড়ুন: বিরাট COVID আক্রান্ত? সত্যিটা জানাল BCCI

দলে ব্যাপক বদল আনছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। পুরনো বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ (Roy Krishna), প্রবীর দাস (Prabir Das), ডেভিড উইলিয়ামস (David Williams), তিরি সহ একাধিক ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে আইএসএল-এর (ISL) অন্যতম সফল ক্লাব। শুধু সিনিয়র দল গঠন নয়, জুনিয়রদের নিয়ে রিজার্ভ টিম তৈরির কাজও শুরু করে দিয়েছেন কর্তারা। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নেওয়া হচ্ছে ট্রায়াল। প্রচুর তরুণ ফুটবলারের মধ্যে থেকে বিজার্ভ দল বেছে নেওয়ার কাজ করছেন সবুজ-মেরুনের রিক্রটাররা। এই মরশুমে ডুরান্ড কাপে (Durand Cup) খেলার কথা মোহনবাগানের। আর সেই কারণেই রিজার্ভ দল তৈরি করার কাজে মন দিয়েছে এটিকে মোহনবাগান।     

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement