Advertisement

Wriddhiman Saha: 'বাংলার সম্পদ,' CAB প্রেসিডেন্ট হয়েই ঋদ্ধিকে ফেরার বার্তা স্নেহাশিসের

সিএবি-র (CAB) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, দুই বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও সুদীপ চট্টোপাধ্যায়কে (Sudip Chaterjee) ফিরে আসার আবেদন জানালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

ঋদ্ধিমান সাহা ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান সাহা ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2022,
  • अपडेटेड 11:02 AM IST
  • ফিরে আসার বার্তা ঋদ্ধিমানকে
  • সুদীপ চট্টোপাধ্যায়কেও আবেদন জানাল সিএবি

সিএবি-র (CAB) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই, দুই বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও সুদীপ চট্টোপাধ্যায়কে (Sudip Chaterjee) ফিরে আসার আবেদন জানালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বার্ষিক সাধারণ সভায় বিদায়ী প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার থেকে দায়িত্ব হাতে পাওয়ার পরেই ঋদ্ধিমানদের বার্তা দিলেন স্নেহাশিস। প্রত্যাশা মতোই, ভোট হয়নি সিএবিতে। সভাপতি পদে এসেছেন স্নেহাশিস, সচিব পদে নরেশ ওঝা ওপর সচিব দেবব্রত দাস। এই দেবব্রত দাসের মন্তব্যের জেরেই বাংলার হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋদ্ধিমান। তাই তিনি আবারও পদে থেকে যাওয়ায়, ঋদ্ধিমান আসবেন কি না তা নিয়ে সংশয় থেকেই গেল।

ফিরিয়ে আনার চেষ্টা করব
সভাপতির চেয়ারে বসে স্নেহাশিস বলেন, ''চল্লিশটা টেস্ট ম্যাচ খেলেছে।  সৌরভ (Sourav Ganguly), পঙ্কজ রায়ের পরেই সবচেয়ে বেশি টেস্ট খেলা বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান। ও আমাদের সম্পদ। বাংলার প্রতি ওর দায়বদ্ধতার প্রমাণ আগেও রয়েছে। জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করতেই হবে এবং তার সেরা মঞ্চ বাংলা দল। বর্তমানে ত্রিপুরার হয়ে খেলছে। ওই রাজ্যের প্রতি দায়বদ্ধতা আছে ওর। আমি নতুন মরশুমে ওকে ফিরে আসার অনুরোধ করব। তবে তা রাখার বিষয়টি ওর ব্যাপার।” স্নেহাশিস মনে করিয়ে দেন, ভারতীয় দল থেকে ঋদ্ধিমানের বাদ পড়ার সময় তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। আটত্রিশ বছর বয়সেও ঋদ্ধিমান দারুণ ফিট। ঋদ্ধিমানকে বাংলার সম্পদ বলে মনে করেন তিনি। দীনেশ কার্তিক জাতীয় দলে খেলার সুযোগ পেলে ঋদ্ধিমান কেন পারবেন না? সেই প্রশ্ন তুলেছিলেন।

আরও পড়ুন

এই বছরের শুরুতেই বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে সই করেন বাংলার উইকেট কিপার ব্যাটার। পরে আইপিএল-এর সময়, কোয়ালিফায়ার ম্যাচে, ইডেনে খেলতে এসেছিলেন গুজরাত টাইটান্সের ক্রিকেটার ঋদ্ধিমান। সেই সময় জানিয়েছিলেন, প্রয়োজন হলে, সিএবি ডাকলে বাংলার হয়ে কাজ করার কথা ভেবে দেখবেন। তবে এখনই যে সেই সম্ভাবনা নেই তাও জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নতুন করে অনুরোধ এল সিএবি-র পক্ষ থেকে। নতুন মরশুমে ঋদ্ধিমান কী করেন সেটাই এখন দেখার।

Advertisement

একইভাবে তিনি সুদীপ চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করেছেন। বাংলা ছাড়ার আগে সুদীপ পরিবর্তন চান বলে তদানীন্তন সিএবি সচিব স্নেহাশীষ গাঙ্গুলীকে জানিয়েছিলেন। সেই কথা মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্টের চেয়ারে সদ্য বসা সেদিনের সচিব জানিয়েছেন সুদীপের জন্য বাংলার দরজা খোলা। বর্তমানে জাতীয় দলে মহম্মদ শামি ছাড়াও শাহবাজ আহমেদ মুকেশ কুমাররা প্রতিনিধিত্ব করছেন। ভবিষ্যতেও একাধিক অপেক্ষায় বলে জানিয়েছেন স্নেহাশিস।

Read more!
Advertisement
Advertisement