খিদিরপুরকে ১০-১ গোলে হারিয়েও চিন্তায় ইমামি ইস্টবেঙ্গল। কলকাতা লিগের সুপার সিক্সে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছে মহমেডান-মোহনবাগান ম্যাচের উপর। সেই ম্যাচে মহমেডান জিতে গেলে পরপর দুইবার কলকাতা লিগ নিজেদের ঘরে তুলে নেবে সাদা-কালো শিবির।
পয়েন্ট তালিকায় কে কোথায়?
সুপার সিক্সে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং। লিগের ১২ ম্যাচ ও সুপার সিক্সের চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪১। দুই নম্বরে থাকা ইস্টবেঙ্গল লিগ পর্বে ১২ ম্যাচের পর সুপার সিক্সে খেলেছে ২টি ম্যাচ। তাদের পয়েন্ট ৩৩। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি সুপার সিক্সের ২টি ম্যাচ খেলেছে। তাদের পয়েন্ট ৩২। ভবানীপুর সুপার সিক্সের ১ ম্যাচ খেলে রয়েছে ২৭ পয়েন্টে। খিদিরপুরের পয়েন্ট ২৪ আর এখনও সুপার সিক্সের ম্যাচ না খেলা মোহনবাগান সুপার জায়েন্ট ২৪ পয়েন্টে রয়েছে।
সুপার সিক্সে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, মোহনবাগানের বিরুদ্ধে মহমেডানের ম্যাচের পরেই কারা চ্যাম্পিয়ন হতে পারে তা বোঝা যাবে। যদিও শুধুমাত্র মহমেডান বা ইস্টবেঙ্গল নয়, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে ডায়মন্ড হারবারের সামনেও। তবে সে ক্ষেত্রে গোল সংখ্যা বাড়ায়ে হবে তাদের। এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, মহমেডানের বিরুদ্ধে ০-২ গোলে হেরে যায় তারা। তবুও বাকি সমস্ত ম্যাচ বড় ব্যবধানে জিতলে আর মোহনবাগান মহমেডানকে হারিয়ে দিতে পারলে তাঁরাও ট্রফি জিততে পারে।
ইস্টবেঙ্গলের সামনে অঙ্ক সোজা হলেও কাজটা বেশ কঠিন। তাদের হারাতে হবে মোহনবাগান, ডায়মন্ডহারবার ও ভবানীপুরকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে মিনি ডার্বির দিকেও। এখনও পর্যন্ত মিনি ডার্বির দিন জানায়নি আইএফএ। তবে দুই প্রধান কলকাতা লিগে ফিরতেই যে উন্মাদনা তৈরি হয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কলকাতা লিগে (Kolkata League 2023) রেকর্ড গড়ে ফেলল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। খিদিরপুরকে ১০-১ গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। পাশাপাশি রেকর্ড গড়ে ফেললেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার পিভি বিষ্ণু ও মহিতোষ রায়। ইস্টবেঙ্গলের হয়ে তাঁরাই হলেন অষ্টম জুটি যারা এক ম্যাচে হ্যাটট্রিক করলেন।