Advertisement

CFL 2024: ইস্টবেঙ্গলকে 'অনৈতিক সুবিধা'? কলকাতা লিগ থেকে দল তুলল অভিষেকের ক্লাব

ভবানীপুর ক্লাবের পর এবার কলকাতা লিগ থেকে নাম তুলে নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিও। সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গলকে 'অনৈতিক' ভাবে পয়েন্ট পাইয়ে দেওয়ার প্রতিবাদে দল তুলে নেওয়ার কথা জানিয়ে দিল সদ্য আই লিগ ৩ চ্যাম্পিয়ন হওয়া এই ক্লাব। বুধবার এই সিদ্ধান্তের কথা দিল ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দলের এই সিদ্ধান্তের ফলে ম্যাচ না খেলেই ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হয়ে গেল বিনো জর্জের দল।

ডায়মন্ড হারবার এফসি ও অভিষেক বন্দোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 7:28 PM IST

ভবানীপুর ক্লাবের পর এবার কলকাতা লিগ থেকে নাম তুলে নিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিও। সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গলকে 'অনৈতিক' ভাবে পয়েন্ট পাইয়ে দেওয়ার প্রতিবাদে দল তুলে নেওয়ার কথা জানিয়ে দিল সদ্য আই লিগ ৩ চ্যাম্পিয়ন হওয়া এই ক্লাব। বুধবার এই সিদ্ধান্তের কথা দিল ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দলের এই সিদ্ধান্তের ফলে ম্যাচ না খেলেই ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হয়ে গেল বিনো জর্জের দল।

কেন প্রতিবাদে সরব ডায়মন্ড হারবার?

বর্তমানে ডায়মন্ড হারবার এফসির পয়েন্ট ৩৯। তারা কলকাতা লিগ জয়ের দৌড়ে ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল। কিন্তু সম্প্রতি আইএফএ জানায়, সুপার সিক্সে মহামেডান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে ভূমিপুত্রের নিয়ম ভেঙেছিল মহামেডান। ইস্টবেঙ্গল প্রতিবাদ করায় সেই অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে মহামেডান থেকে পয়েন্ট কেটে সেটা দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলকে। এই পয়েন্ট পাওয়ার পর ইস্টবেঙ্গলের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩। ইস্টবেঙ্গলের বাকি দুটো ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবার এফসি ও ভবানীপুরের বিরুদ্ধে। ভবানীপুর আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে আইএফএ-র সিদ্ধান্তের বিরোধিতা করে। এ বার ডায়মন্ড হারবার এফসিও তুলে নিল। ফলে লাল হলুদের চ্যাম্পিয়ন হতে সমস্যা রইল না।

 
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় স্তরে ফুটবলকে আরও জনপ্রিয় করতে ২০২০ সালে এই ক্লাব তৈরি করেন। শুরু থেকেই সাফল্য পাচ্ছে ডায়মন্ড হারবার। সম্প্রতি তারা আইলিগের তৃতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে প্রবেশ করে। এবার কলকাতা লিগ জয়ের দাবিদার ছিল তারা। কলকাতা লিগ জিতলে ডায়মন্ড হারবার হতো একমাত্র দল যারা সবথেকে কম বয়সে কলকাতা লিগের মালিক হতো।

কী জানাল ডায়মন্ড হারবার?
ক্লাবের পক্ষ থেকে আকাশ বন্দোপাধ্যায় বলেন, 'আমরা আপাতত এই মরসুম থেকে দল তুলে নিলাম। এভাবে অন্যায় চলতে থাকলে ভবিষ্যতেও আমরা দল নামাব কিনা ভাবতে হবে। আমরা ক্লাবের সবার সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।'  
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement