Advertisement

CFL 2024: CFL চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ডায়মন্ড হারবারও, কোন অঙ্কে ট্রফি জিততে পারে ইস্টবেঙ্গল?

কলকাতা লিগেও (CFL 2024) সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। খেতাবি লড়াই জমিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। লিগ টেবিলে শীর্ষে রয়েছে লাল-হলুদ। তবে তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিবু ভিকুনার (Kibu Vikuna) ডায়মন্ড হারবার এফসি। জবি জাস্টিন (Jobi Justin), গিরিক খোসলা, নরহরি শ্রেষ্ঠাদের দাপটে একের পর এক ম্যাচ জিতে চলেছে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব। 

ডায়মন্ড হারবার এফসি ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2024,
  • अपडेटेड 11:20 AM IST

কলকাতা লিগেও (CFL 2024) সমস্যায় পড়ে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। খেতাবি লড়াই জমিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor FC)। লিগ টেবিলে শীর্ষে রয়েছে লাল-হলুদ। তবে তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিবু ভিকুনার (Kibu Vikuna) ডায়মন্ড হারবার এফসি। জবি জাস্টিন (Jobi Justin), গিরিক খোসলা, নরহরি শ্রেষ্ঠাদের দাপটে একের পর এক ম্যাচ জিতে চলেছে অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব। 

কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল?
চলতি লিগে একটাও ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল। কিন্তু পরের দুটো ম্যাচে নামার আগে নিঃসন্দেহে চাপে থাকবে লাল-হলুদ ব্রিগেড। কারণ ট্রফি জিততে এখনও চার পয়েন্ট দরকার তাদের। সেটা করতে না পেলে প্রথমবার কলকাতা লিগ জিতে যেতে পারে ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবারের ঝুলিতে ৩৯ পয়েন্ট। এখনও খেলতে হবে দুটি ম্যাচ, তার মধ্যে একটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। দুই ম্যাচে জিতলে সর্বোচ্চ ৪৫ পয়েন্ট পেতে পারে তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গলেরও লিগে দুটি ম্যাচ বাকি রয়েছে। সেখানে একটা ম্যাচে হারলেই ট্রফি জয়ের স্বপ্ন ভাঙতে পারে। অন্তত চার পয়েন্ট এখনও পেতেই হবে লাল-হলুদ শিবিরকে। তার জন্য বাকি দুটি ম্যাচে একটা জিততেই হবে। আরেকটা ম্যাচ ড্র করলেও চলবে। সবমিলিয়ে, কলকাতা লিগে কঠিন লড়াই অপেক্ষা করছে লাল-হলুদ ব্রিগেডের জন্য।

কলকাতা লিগে অপরাজিত ইস্টবেঙ্গল
আইএসএল-এ এখনও জয়ের মুখ দেখতে না পারলেও, কলকাতা লিগে এখনও একটাও ম্যাচ হারেনি লাল-হলুদ। বিনো জর্জের ছেলেরা শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে ড্র করে সমস্যা বাড়িয়েছে। অবস্থা এমন যে বাকি দুই ম্যাচের মধ্যে একটা জিততেই হবে তাদের। বাকি ম্যাচটা ড্র করলেও হবে। তবে একটাও ম্যাচ হেরে গেলে কলকাতা লিগটাও জেতা হবে না তাদের। 

শেষ দুই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা?
ইস্টবেঙ্গলের শেষ দুই ম্যাচ খেলতে হবে ডায়মন্ড হারাবার এফসি ও ভবানীপুরের বিরুদ্ধে। ফলে বেশ চাপ থাকবে। ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গলের ম্যাচটাই ফাইনাল বলে ধরা যেতে পারে। কিবু ভিকুনার দল লাল-হলুদকে টেক্কা দিতে পারলে কাপ নিশ্চিত হয়ে যাবে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাবের।   

Advertisement

    

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement