২৮ জুলাই থেকে বার্মিংহামে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (CWG)। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে তরতর করে। এই প্রতিযোগিতায় এবার সবার নজর রয়েছে ক্রিকেটে। কারণ চলতি কমনওয়েলথ গেমস থেকেই শুরু হচ্ছে মহিলা ক্রিকেট (Womens Cricket)। টি২০ ফরম্যাটে হতে চলা এই ইভেন্টে মূল আকর্ষণ ভারত ও পাকিস্তানের ম্যাচ।
আগামী ৩১ জুলাই এজবাস্টনে, মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান-এর (India vs Pakistan) এই ম্যাচ। আর ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও তুঙ্গে। এদিন এমনটাই জানালেন বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড। তিনি বলেন, এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসের ১২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব টিকিট।
আরও পড়ুন: 'মেরে খেলে, কিন্তু একটু মোটা,' পন্তকে নিয়ে শোয়েব আখতার
এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড বলেন, "ক্রিকেটের তিন-চারটি ম্যাচের প্রায় সব টিকিট শেষ। সেমিফাইনাল, ফাইনাল ছাড়াও ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমি নিজেও ক্রিকেটের বড় ভক্ত। ভারত এবং পাকিস্তান এক গ্রুপে থাকায় এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে রয়েছে। কিছুদিন আগেই ভারতের ছেলেদের দল দারুণ ক্রিকেট খেলে যাওয়ায় উৎসাহ আরও বেড়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যে যে কয়েকটি অবিক্রিত টিকিট রয়েছে তাও হয়ত বিক্রি হয়ে যাবে।"
আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভারতের দাপট, দঃ আফ্রিকার লিগে IPL-এর ৬ দল!
ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, এবং এর বেশিরভাগই ক্রিকেট ইভেন্টের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে যাওয়া খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পেপ টক দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীকে দারুণ স্টাইলে দেখা গিয়েছে, খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'কই নেহি হ্যায় টক্কর মে কিউ পড়ে হ্যায় চক্কর মে।'
আরও পড়ুন: ICC র্যাঙ্কিংয়ে আরও নামলেন বিরাট-রোহিত, শীর্ষস্থান গেল বুমরারও
IOA মহাসচিব রাজীব মেহতা বলেন,"আমরা CWG-তে আমাদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড পাঠাচ্ছি। শুটিং সেখানে না থাকা সত্ত্বেও, আমরা শেষ সংস্করণ থেকে আমাদের পারফরম্যান্স আরও ভাল করার বিষয়ে আত্মবিশ্বাসী। প্রতিযোগিতাটি বিশ্বমানের হবে। আমাদের ক্রীড়াবিদরা ভালভাবে প্রস্তুত এবং ফিট। আমরা তাদের সকলের জন্য শুভকামনা জানাই।"