Advertisement

Copa America 2024 Argentina vs Chile: আবার জয়, কোপা নক আউটে আর্জেন্টিনা, কাপ এবারও মেসির হাতেই?

কোপা আমেরিকার (Copa America 2024) প্রথম ম্যাচে কানাডাকে হেলায় হারিয়েছিল আর্জেন্টিনা (Argentina)। বুধবার দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ চিলির মুখোমুখি হয় তারা। কোপা আমেরিকায় আর্জেন্টিনা-চিলি ম্যাচ সবসময়ই অত্যন্ত কঠিন। দুইবার ফাইনালে লিওনেল মেসিদের (Lionel Messi) হারতে হয়েছে চিলির কাছে। চিলির ফুটবলারা বেশিরভাগ সময়ই শারীরিক শক্তি প্রয়োগ করে খেলার ফলে ম্যাচ কঠিন হয়ে যায়। সেই চিলির কাছেই প্রায় আটকে যাচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষদিকে সুপার সাব লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় নীল-সাদা ব্রিগেড। 

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2024,
  • अपडेटेड 8:56 AM IST

কোপা আমেরিকার (Copa America 2024) প্রথম ম্যাচে কানাডাকে হেলায় হারিয়েছিল আর্জেন্টিনা (Argentina)। বুধবার দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ চিলির মুখোমুখি হয় তারা। কোপা আমেরিকায় আর্জেন্টিনা-চিলি ম্যাচ সবসময়ই অত্যন্ত কঠিন। দুইবার ফাইনালে লিওনেল মেসিদের (Lionel Messi) হারতে হয়েছে চিলির কাছে। চিলির ফুটবলারা বেশিরভাগ সময়ই শারীরিক শক্তি প্রয়োগ করে খেলার ফলে ম্যাচ কঠিন হয়ে যায়। সেই চিলির কাছেই প্রায় আটকে যাচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষদিকে সুপার সাব লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় নীল-সাদা ব্রিগেড। 

দেখুন গোলের ভিডিও

৭৩ মিনিটে জোড়া পরিবর্তন করে আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের পরিবর্তে মাঠে নামেন লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গঞ্জালেজের পরিবর্তে মাঠে নামেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর এতেই কাজের কাজ হয় আর্জেন্টিনার। ৮৮ মিনিটে গোল করেন লাওতারো মার্টিনেজ। কর্নার থেকে ভেসে আসা বল চিলির ডিফেন্ডারদের গায়ে লেগে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মার্টিনেজের কাছে যায়। জোড়াল শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। 

স্বাভাবিক ভাবেই ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল আর্জেন্টিনার। একের পর এক আক্রমণ করলেও গোলটাই আসছিল না। ৩৬ মিনিটে ভালো জায়গায় পাস থেকে দুরন্ত শট নেন লিওনেল মেসি। তবে সেখান থেকে গোল হয়নি। ৪২ মিনিটে মেসি ফের ফ্রি-কিক থেকে সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টা করেন। কিন্তু চিলির ডিফেন্ডাররা সেই বল বিপদমুক্ত করায় স্কোরবোর্ড বদলায়নি।

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যেই গোল করার দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা।  বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শট নেন নাহুয়েল মলিনা। কিন্তু দক্ষতার শীর্ষে উঠে সেই শট সেভ করে দেন ক্লদিও ব্র্যাভো। লিওনেল মেসির কর্নারও সেভ করে দেন চিলির গোলকিপার। এর ঠিক ২ মিনিট পরেই দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি মেসি। তাঁর প্রথম টাচ ভালো না হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল বল। ৬১ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে অসাধারণ শট নেন আর্জেন্টিনার নিকোলাস গঞ্জালেজ। চিলির গোলকিপার ক্লদিও ব্র্যাভো সেই শটের নাগাল পাননি। কিন্তু বারে লেগে ফিরে আসে বল।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement