Advertisement

Covid 19 : করোনা পজ়িটিভ 'শুটার দাদি', ভর্তি হাসপাতালে

'শুটার দাদি' নামে খ্যাত বিখ্যাত বন্দুকবাজ চন্দ্রো তোমর কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের বাগপতে বসবাসকারী ৮৯ বছর বয়সি এই বন্দুকবাজের টুইটার পেজে এই খবরটি শেয়ার করা হয়েছে।

বর্যীয়ান শার্পশুটার চন্দ্রো তোমর (ছবি - টুইটার)
Aajtak Bangla
  • বাগপত,
  • 27 Apr 2021,
  • अपडेटेड 4:58 PM IST
  • করোনা পজ়িটিভ 'শুটার দাদি'
  • তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
  • নিঃশ্বাস নিতে তাঁর কষ্ট হচ্ছিল

'শুটার দাদি' নামে খ্যাত বিখ্যাত বন্দুকবাজ চন্দ্রো তোমর কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের বাগপতে বসবাসকারী ৮৯ বছর বয়সি এই বন্দুকবাজের টুইটার পেজে এই খবরটি শেয়ার করা হয়েছে।

তাঁর টুইটার পেজে লেখা হয়েছে, "দাদি চন্দ্রো তোমর করোনা পজ়িটিভ। নিঃশ্বাসে সমস্যা হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বর সকলকে সুস্থ রাখুন - পরিবার।"

৬০ বছর বয়স থেকে চন্দ্রো তোমর বন্দুকবাজ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। তবে ইতিপূর্বে তিনি বেশ কয়েকবার জাতীয় পুরস্কার জয় করেন। এমনকী, তাঁকে নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছে। গোটা বিশ্ব তাঁকে সবথেকে বয়স্ক বন্দুকবাজ বলেই গন্য করে।

... বহু অভিজ্ঞকেও তিনি করেছেন ধরাশায়ী

নিজের বোন প্রকাশী তোমরকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। প্রকাশীও বিশ্বের সবথেকে বয়স্ক বন্দুকবাজদের মধ্যে একজন। এই দুই বোনের জীবন কাহিনীর উপরেই একটা সিনেমা তৈরি করা হয়েছে। পুরুষ প্রধান সমাজে এই দুই বোন বহু অভিজ্ঞ বন্দুকবাজদের ধরাশায়ী করেছেন।

শুরুর দিকে বাড়ির পুরুষেরা তাঁর এই বন্দুকবাজি নিয়ে যথেষ্ট আপত্তি জানিয়েছিলেন। কিন্তু, তাঁর ছেলেরা, ছেলের বৌয়েরা এবং নাতি-নাতনীরা তাঁকে সমর্থন করেছেন। সেকারণে তিনি বাড়ির বাইরে বেরিয়ে পাশের রেঞ্জে অনুশীলন করার সুযোগ পেয়েছেন। একবার খেলাটাকে হাতের মুঠোর পুরে নেওয়ার পর তিনি আর কখনও পিছন ফিরে তাকাননি। বহু প্রতিযোগিতায় তিনি পদক জয় করেছেন।

সিনিয়র সিটিজেন কোটায় বহু পুরস্কার জয় করেছেন শুটার দাদি। এরমধ্যে স্ত্রী শক্তি সম্মানও রয়েছে। এই সম্মান স্বয়ং দেশের রাষ্ট্রপতি তাঁকে পাঠিয়েছেন।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement