Advertisement

Cristiano Ronaldo: মেসির নাম শুনতেই রেগে লাল রোনাল্ডো, অশালীন অঙ্গভঙ্গি দর্শকদের উদ্দেশ্যে

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করায় বড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি আরবও (Saudi Arabia) ছাড়তে হতে পারে তাঁকে। এমন দাবি আসছে সেই দেশের নাগরিকদের কাছ থেকেও। যদিও আল নাসের (Al Nassr) এখনও রোনাল্ডোর পাশেই রয়েছে। রোনাল্ডো কেন এমন অঙ্গভঙ্গি করেছিলেন তাও জানিয়েছে রোনাল্ডোর ক্লাব।   

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Apr 2023,
  • अपडेटेड 6:04 AM IST

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করায় বড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি আরবও (Saudi Arabia) ছাড়তে হতে পারে তাঁকে। এমন দাবি আসছে সেই দেশের নাগরিকদের কাছ থেকেও। যদিও আল নাসের (Al Nassr) এখনও রোনাল্ডোর পাশেই রয়েছে। রোনাল্ডো কেন এমন অঙ্গভঙ্গি করেছিলেন তাও জানিয়েছে রোনাল্ডোর ক্লাব।   

আল হিলালের (AL Hilal FC) বিরুদ্ধে ম্যাচের আগে লিওনেল মেসির (Lionel Messi) নাম শুনে রেগে যান রোনাল্ডো। সেই সময়ই নানা ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায় রোনাল্ডোকে। আল নাসের জানিয়েছে, 'আসলে রোনাল্ডো কোনও রকম আশালীন অঙ্গভঙ্গি করেননি। তাঁর কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণেই সেখানে হাত দিয়েছিলেন। রোনাল্ডো কোনও সমর্থককে উদ্দেশ্য করে এমনটা করেননি।' পাশাপাশি রোনাল্ডোর ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'রোনাল্ডোর চোট ছিল এটা সত্যি এরপর কোনও সমর্থক অন্য কিছু মনে করতে চাইলে ভাবতে পারে।'

আরও পড়ুন: 'ভারতসেরা' তকমা ধরে রাখতে মরিয়া, মোহনবাগানে খেলবেন বিশ্বকাপার ও ভারতীয় তারকা?

সৌদি আরবের মতো দেশে কীভাবে রোনাল্ডোর এমন আচরণ মেনে নেওয়া হচ্ছে? এ নিয়েও প্রশ্ন তুলেছেন সৌদির নাগরিকদের একাংশ। তাঁকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও করা হয়েছে। এই বছরের শুরুতে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছেড়ে সৌদির ক্লাবে যান রোনাল্ডো।

আরও পড়ুন: I League-এর ম্যাচ খেলতে খেলতেই মাথায় গুরুতর চোট ইস্টবেঙ্গল ফুটবলারের 

মঙ্গলবার আল হিলাল বনাম আল নাসেরের ম্যাচ শুরুর আগে গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ চিৎকার শুনতে পাওয়া যায়। আল হিলালের সমর্থকেরা এলএম ১০-এর নামে চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনেই রেগে যান সিআর সেভেন। মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশালীন ভঙ্গি করেন রোনাল্ডো। তাঁর সেই ভঙ্গি যে মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল সেটা বোঝা গিয়েছে।  বিশ্বকাপ জিতে অশালীন ভঙ্গি করেছিলেন মেসির সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। রোনাল্ডোর ভঙ্গি আরও খারাপ বলে মনে করছেন অনেকে। ম্যাচে রোনাল্ডোর দল ০-২ গোলে হারে আল হিলালের বিরুদ্ধে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement