Advertisement

Cristiano Ronaldo, Lionel Messi: মেসি মিয়ামিতে যোগ দেওয়ার পরেই কটাক্ষ রোনাল্ডোর, কেন?

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে (Inter Miami) সই করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। অন্যদিকে গত বছরেই সৌদি আরবের (Saudi Arab) ক্লাব আল নাসেরে (Al Nassr) সই করেছেন বিশ্ব ফুটবলের আরেক তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর মধ্যেই আমেরিকার মেজর লিগ সকার (Major League Soccer) নিয়ে বড়সড় মন্তব্য করলেন সিআর সেভেন।

রোনাল্ডো ও মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2023,
  • अपडेटेड 5:56 PM IST

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে (Inter Miami) সই করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। অন্যদিকে গত বছরেই সৌদি আরবের (Saudi Arab) ক্লাব আল নাসেরে (Al Nassr) সই করেছেন বিশ্ব ফুটবলের আরেক তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এর মধ্যেই আমেরিকার মেজর লিগ সকার (Major League Soccer) নিয়ে বড়সড় মন্তব্য করলেন সিআর সেভেন। 
পর্তুগিজ তারকার দাবি, মেজর লিগ সকারের থেকে সৌদি প্রো লিগ অনেক বড়। প্রাক মরশুম প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে হারের পর এমন মন্তব্য করেন রোনাল্ডো। সিআর সেভেন বলেন, ‘সৌদি লিগ এমএলএসের থেকে অনেক ভালো। আমি সৌদি লিগের দরজা খুলে দিয়েছি, আর এখন সব খেলোয়াড়রাই এখানে আসছে। এক বছরের মধ্যে আরও অনেক ভালো খেলোয়াড় সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি লিগ ও ডাচ লিগকে টপকে যাবে।‘ মেসি আমেরিকার লিগে যোগ দেওয়ার পরেই কেন এমন মন্তব্য করলেন রোনাল্ডো? যদিও, বিভিন্ন সাক্ষাৎকারে মেসির প্রতি শ্রদ্ধাও ঝড়ে পড়েছে রোনাল্ডোর গলায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই লিগে সবে খেলতে এসেছেন মেসি।  
কেরিয়ারের শেষ পর্যায় এসে আর ইউরোপে ফিরতে চান না রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা। তাঁর মতে, ইউরোপিয়ান লিগের মান অনেকটাই পড়ে গিয়েছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি ইউরোপে ফিরব না। আমার ৩৮ বছর বয়স হয়েছে, আর ইউরোপীয় ফুটবলের মান অনেকটা নেমে গিয়েছে।‘ তবে প্রিমিয়ার লিগের মান এখনও অনেকটাই ভালো। এমনটাই মত রোনাল্ডোর। তিনি বলেন, ‘এখন একমাত্র প্রিমিয়ার লিগই ভালো জায়গায় রয়েছে, ওরা বাকি লিগগুলির থেকে অনেকাংশে এগিয়ে।‘
সোমবার সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলতে নেমে ০-৫ গোলে হেরে যায় রোনাল্ডোর আল নাসের। তারপরেই কি রাগে এমন মন্তব্য করলেন পর্তুগিজ তারকা? সে নিয়েই উঠেছে নানা প্রশ্ন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement