ভারতের (India vs Australia) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরুর আগে বিরাট চাপে অস্ট্রেলিয়া (Australia)। ম্যাচের পরিস্থিতির জন্য নয়, চোটের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। টেস্টের প্রথম দিনে মহম্মদ শামির (Mohammed Shami) বলে মাথায় চোট পেয়ে ছিটকে গেলেন তিনি। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া।
দিল্লি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই শামির বলে মাথায় চোট পান অজি ওপেনার। ভারতীয় পেসারের বাউন্সার সরাসরি গিয়ে লাগে তাঁর হেলমেটে। মাঠে ছুটে আসেন চিকিৎসক। এরপরেও আরও দুইবার মহম্মদ সিরাজের (Mohammed Shiraj) বলও গিয়ে লাগে ওয়ার্নারের মাথায়। তবে এই তিন ধাক্কা সামলাতে পারেননি ওয়ার্নার। ১৫ রান করে মহম্মদ শামির বলেই আউট হন ওয়ার্নার।
আরও পড়ুন: স্টিং অপারেশন বিবাদ, আবার প্রধান নির্বাচক পদে ইস্তফা চেতনের
কনকাশনের জন্য চলতি দিল্লি টেস্ট থেকে সরিয়ে নেওয়া হল ডেভিড ওয়ার্নারকে। তাঁর বদলি হিসাবে দলে আসছেন ম্যাট রেনশ (Matt Renshaw)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন ম্যাট রেনশ। প্রথম টেস্টেও অজি দলে ছিলেন ম্যাট। দুই ইনিংসেই তিনি ব্যর্থ হওয়ায় তাঁর জায়গায় ট্রেভিস হেডকে দলে নিয়ে আসা হয়। কিন্তু ওয়ার্নারের জায়গায় তাঁকে নিয়ে আসা হল। ফলে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন ম্যাট রেনশ।
আরও পড়ুন: এশিয়া কাপ আয়োজনে মরিয়া PCB, টিম ইন্ডিয়া কি আদৌ খেলবে?
টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও দ্বিতীয় টেস্টেও বিরাট সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। মাত্র ২৬৩ রানেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। উসমান খ্বজা ও পিটার হ্যান্ডসকম্ব ছাড়া আর কেউই রান করতে পারেননি। অজি ওপেনার খ্বজা ৮১ রানের ইনিংস খেলে আউট হন। ভয়ঙ্কর হতে থাকা ওপেনারকে ফেরান রবীন্দ্র জাদেজা। খ্বজার ইনিংসে ছিল ১২টা চার ও একটি ছক্কা। অন্যদিকে হ্যান্ডসকম্ব অপরাজিত থাকেন ৭২ রান করে। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। অধিনায়ক প্যাট কামিন্স আউট হন ৩৩ রান করে। :