Advertisement

Shikhar Dhawan Aesha Mukherji: কেরিয়ার শেষ করে দিতে পারেন প্রাক্তন স্ত্রী, আদালতে ধাওয়ান

আদালতের দারস্থ হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাঁর অভিযোগ, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে। ভারতের ওপেনারের অভিযোগ, তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় (Aesha Mukerji)। ভারতীয় দলের ক্রিকেটারের দাবি, তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যাতে আয়েশা কুৎসা ছড়াতে না পারেন সেই নির্দেশ দিতে হবে। আদালত, তাঁর আবেদনে সাড়া দিয়েছে। 

আয়েশা ও শিখর ধাওয়ান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 1:29 PM IST
  • আদালতের দারস্থ ধাওয়ান
  • কেরিয়ার শেষ করার হুমকি দিচ্ছেন আয়েশা

আদালতের দারস্থ হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাঁর অভিযোগ, প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে। ভারতের ওপেনারের অভিযোগ, তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় (Aesha Mukerji)। ভারতীয় দলের ক্রিকেটারের দাবি, তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যাতে আয়েশা কুৎসা ছড়াতে না পারেন সেই নির্দেশ দিতে হবে। আদালত, তাঁর আবেদনে সাড়া দিয়েছে। 

গত বছরেই, আয়েশা মুখোপাধ্যায় সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শিখরের। তারপর থেকেই না কি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তাঁর প্রাক্তন স্ত্রী। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এমনই অভিযোগ দায়ের করেছেন ভারতীয় দলের (Team India) ওপেনার। 

আরও পড়ুন: IPL-এ দিল্লির অধিনায়ক ওয়ার্নার, পন্তের বদলে বাংলার ক্রিকেটার?

কুৎসা ছড়ানোর অভিযোগ প্রবাসী বাঙালি আয়েশার বিরুদ্ধে
আইপিএল-এ (IPL) তাঁর দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মালিক ধীরজ মালহোত্রাকে মেসেজ করেছেন আয়েশা। সেখানে তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন শিখর। এমন চলতে থাকলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা ভারতের ওপেনারের। 

আরও পড়ুন: ডেটিং অ্যাপেও 'ম্যাচ' খেলছেন শুভমান, সারাকে ছেড়ে কাকে খুঁজছেন?

ধাওয়ানের আবেদনে সাড়া দিল দিল্লির আদালত

ভারতীয় দলের ক্রিকেটারের আবেদনে সাড়া দিয়েছে দিল্লির আদালত। বিচারপতি হরিশ কুমার জানিয়েছেন, ' আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। তবে তা জানানোর একটা পদ্ধতি রয়েছে। তিনি চাইলে আদালতের দারস্থ হতেই পারেন। তবে এ ভাবে কারোর সম্মানহানি করা যায় না।'

মুখ খুলতে পারবেন না আয়েশা
বিচারপতি আরও জানিয়েছেন, 'শিখরের আত্মীয়, বন্ধু, সতীর্থ কারও কাছে শিখরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মেসেজ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায়ও লিখতে পারবেন না। কারণ, একজনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্র হনন করা যায় না। কারণ, বিষয়টি আদালতের বিচারাধীন। তাঁর যা বলার রয়েছে আদালতে এসে বলতে পারেন। এরপরেও এই বিষয় যদি আয়েশা অন্য কোথাও মুখ খোলেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে আদালত।' 

Advertisement

গত বছরে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন শিখর ও আয়েশা। হঠাৎ তাঁদের এমন সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন ফ্যানরা। 
   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement