Advertisement

IPL 2023: IPL- এর সমাপ্তি অনুষ্ঠানেও থাকবে চমক, কারা পারফর্ম করবেন?

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh), রশ্মিকা মন্দনারা (Rashmika Mandhana)। আর এবার আইপিএল-এর (IPL 2023) সমাপ্তি অনুষ্ঠানেও থাকছে একাধিক চমক। রবিবার গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুষ্ঠিত হবে এবারের আইপিএল-এর ফাইনাল ম্যাচ। আইপিএল-এর প্রথম ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই।  

আইপিএল ট্রফি

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh), রশ্মিকা মন্দনারা (Rashmika Mandhana)। আর এবার আইপিএল-এর (IPL 2023) সমাপ্তি অনুষ্ঠানেও থাকছে একাধিক চমক। রবিবার গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুষ্ঠিত হবে এবারের আইপিএল-এর ফাইনাল ম্যাচ। আইপিএল-এর প্রথম ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই।  

কারা পারফর্ম করবেন?

ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) পৌছে গেছে ফাইনালে। অন্যদিকে শুক্রবার গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে চেন্নাইয়ের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই দুই ম্যাচে দর্শকদের আকর্ষণ করতে কোনো খামতি রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। রবিবার ফাইনাল ম্যাচের আগে ও ইনিংস বিরতির সময় পারফর্ম করবেন তারকারা। সেই তারকারদের তালিকায় রয়েছেন নুক্লেয়া (Nucleya), কিং (King), জনিতা গান্ধী (Jonita Gandhi) ও ডিভাইনের (Devine) মতো শিল্পীরা। অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে হবে চোখ ধাঁধানো লাইট শো। 

আরও পড়ূন: LSG-কে গুঁড়িয়ে দেওয়া আকাশকে একসময় ব্যান করা হয়েছিল ক্রিকেটেই, কেন জানেন?
 

ফাইনাল ম্যাচ দেখতে যাবেন সৌরভও

ইতিমধ্যে শোনা যাচ্ছে যে, ফাইনাল ম্যাচের ( IPL Final 2023) সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় এক লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ফলে ফাইনাল ম্যাচে প্রচুর দর্শক উপস্থিত হবেন এই স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguky) ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদে উড়ে যাবেন বলে জানিয়েছেন। আইপিএল ফাইনালে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরাও। যদিও আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

Advertisement

আরও পড়ুন: কোয়ালিফায়ারে GT vs MI, টাকা কামাতে কেমন হতে পারে ফ্যান্টাসি টিম?
 

প্রসঙ্গত ২০২৩ আইপিএল (IPL 2023) এর উদ্বোধনি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, ক্যাটরিনা কাইফ, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দনা এবং টাইগার শ্রফ। আইপিএল ফাইনালও জমজমাটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ করতে চলেছে বিসিসিআই তা বলাই যায়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement