Advertisement

East Bengal: ২ গোলে এগিয়ে থেকেও ব্যর্থ ইস্টবেঙ্গল, ড্র বাংলাদেশ আর্মির বিরুদ্ধে

ডুরান্ড কাপে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের। দুই বিদেশি গোল পেলেন প্রথমার্ধেই। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে  গোলে জিতল লাল-হলুদ। ২০১৭ সালের পর ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে নেমে দারুণ শুরু করেন হরমনজোত সিং খাবরা। 

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2023,
  • अपडेटेड 8:47 AM IST

ডুরান্ড কাপেও (Durand Cup 2023) হতাশ করল ইস্টবেঙ্গলের (East Bengal)। দুই বিদেশি গোল পেলেন প্রথমার্ধেই। তবে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র করল লাল-হলুদ। শেষ মুহূর্তে গোল খেয়ে ১ পয়েন্ট নিয়ে শেষ করল লাল-হলুদ।

ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতেই রেখেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যেতে পারত লাল-হলুদ। বাঁদিক থেকে উঠে আসেন নাওরেম মহেশ সিং। তাঁর ক্রস সিভেরিও টোরো মিট করলেও হাতে লাগিয়ে বল জালে জড়ান। হলুদ কার্ডও দেখতে হয় তাঁকে। সুযোগ এসে গিয়েছিল বাংলাদেশের দলের সামনেও। ৮ মিনিটে সেই সুযোগ হাতছাড়া করে তারা। তবে ৩১ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নিশু কুমারকে পেনাল্টি বক্সের মধ্যে ফেলে দেন বাংলাদেশের ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করেন সোল ক্রেসপো। ৩৮ মিনিটে আবারও সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের সামনে।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান সিভেরিও টোরো। দারুণ দক্ষতায় বল  ধরে ক্রস করেন খাবরা। সেই ক্রস থেকে দারুণ হেডে গোল করেন সিভেরিও টোরো। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা ভেবেছিলেন জিতেই গিয়েছে তাদের দল। 
তবে দ্বিতীয়ার্ধে নিশু কুমার লাল কার্ড দেখে বেরিয়ে যেতেই সমস্যা শুরু হয়। নিজের দোষেই লাল কার্ড দেখতে হয় নিশুকে। সিনিয়র দলের ফুটবলার হলেও অকারণে কনুই মারায় লাল কার্ড দেখতে হয় তাঁকে। এরপরেই ভারসাম্য কিছুটা ভেঙে যায়। সবে কলকাতায় আসা জর্ডন এলসে বাজে জায়গায় হেড করেন। পেনাল্টি বক্সের মধ্যে বল পান বাংলাদেশের দলের ইমন। তাঁর ডান পায়ের শট গোলে ঢুকে যায়। 


এরপর শেষ মুহূর্তে গোল পায় বাংলাদেশের দল। এক্ষেত্রে খাবরা ভুল করে বসেন। তাঁর ক্লিয়ারেন্স ঠিক হয়নি। সেখান থেকেই একেবারে শেষ মিনিটে গোল খেয়ে যায় লাল-হলুদ। ২ গোলে এগিয়ে থেকেও ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement