Advertisement

Kolkata Derby: ডুরান্ডে ফের ডার্বি নাকি? আবারও মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান

ডুরান্ড কাপে ফের ডার্বির সম্ভাবনা। গ্রুপ পর্বে ডার্বিতে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়ে দিলেও, নক আউট পর্বে ফের মুখোমুখি হতে পারে দুই দল। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র করার পর ডার্বি জেতে ইস্টবেঙ্গল। পঞ্জাব এফসিকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে চলে যায় লাল-হলুদ।

ডুরান্ড কাপে ফের অনুষ্ঠিত হতে পারে ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Aug 2023,
  • अपडेटेड 10:33 AM IST

ডুরান্ড কাপে ফের ডার্বির সম্ভাবনা। গ্রুপ পর্বে ডার্বিতে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়ে দিলেও, নক আউট পর্বে ফের মুখোমুখি হতে পারে দুই দল। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র করার পর ডার্বি জেতে ইস্টবেঙ্গল। পঞ্জাব এফসিকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে চলে যায় লাল-হলুদ।

অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে জেতার পর, পঞ্জাবকে হারায় মোহনবাগান। তবে ডার্বিতে হারের ফলে পরের রাউন্ডে ওঠা কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছিল জুয়ান ফেরান্দোর ছেলেদের। তবে গোল পার্থক্যের হিসেবে হয়ত পরের রাউন্ডে চলে যাবে। কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে কোন দল খেলবে তা এখনও ঠিক হয়নি। জানা যাচ্ছে লটারি করে তা নির্ধারণ করা হবে। যা অভিনব। লটারিতে যদি ফের ডার্বি হয়, তা হলেও অবাক হওয়ার কিছু নেই।ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হতে পারে। তাহলে ফের উন্মাদনা তৈরি হবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নিয়ে। মাঠ ভরবে। 


লক্ষীলাভ হবে ডুরাণ্ড আয়োজক কমিটির। পরপর দুটো গুরুত্বপূর্ন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল দল। কাপ জেতার থেকে মাত্র তিন ধাপ দূরে লাল-হলুদ। যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি ইস্টবেঙ্গল ফুটবলাররা। ইতিমধ্যে রক্ষনে জর্তন এলসে এবং জোসে পেড্রো দুই জনেই মাঠে নেমে পড়েচ্ছেন। শুধু তাই নয়, বেশ ভালো ‘ছন্দেও রয়েছেন তিনি। সময় দিলে তারা যে লাল হলুদ রক্ষনের ভরসা হতে চলেছেন তা বোঝা যাচ্ছে। কুয়াদ্রাত অবশ্য বলেছেন তার দল প্রাক মরশুম প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টকে দেখছেন। 


সিনিয়র দলের তিন ম্যাচে দু’টোতে জয় এসেছে। তবে আত্মতুষ্টির জায়গা নেই। শহর ছাড়লেও ফুটবলারদের জন্য রুটিন তৈরি করে দিয়ে গিয়েছেন কোচ কুয়াদ্রাত। এর মধ্যেই শনিবার কলকাতা লিগে নামছে বিনো জর্জের প্রশিক্ষনাধীন ইস্টবেঙ্গল । তবে ম্যাচটি ক্লাবের মাঠে নয় হবে নৈহাটি স্টেডিয়ামে। কলকাতা লিগের সুপার সিক্সের ওপরের দিকে জায়গা ধরে রাখতে বাকি ম্যাচে জয় জরুরি। আর সেই চেষ্টাই চালাচ্ছেন বিনো জর্জের ছেলেরা।    
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement