ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসিকে (Punjab FC) হারিয়ে শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। গতবারের মতো এবারেও ডুরান্ড কাপ জিততে মরিয়া হোসে মোলিনার (Jose Molina) দল। শুক্রবার জামশেদপুরের মাঠে নির্ধারিত য়ে ম্যাচের ফল ছিল ৩-৩। এরপর পেনাল্টি শ্যুটআউটে জয় পায় সবুজ-মেরুন শিবির। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কারা?
সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে?
শেষ চারে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হচ্ছে মোহনবাগানকে। তার কারণ, শেষ কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সকে (Kerala Blasters) হারিয়ে দিয়েছে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) ক্লাব বেঙ্গালুরু (Bengaluru FC)। তাদের সঙ্গে মোহনবাগানের দ্বৈরথ অনেকদিনের। ফলে লড়াই বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। ম্যাচের শেষ মুহূর্তে সুনীল ছেত্রীর পাস থেকে গোল করে যান আর্জেন্টিনার স্ট্রাইকার জর্জ পেরেরা দিয়াজ (Jorge Diaz)। তবে কৃতিত্ব অনেকটাই তাঁর। টার্ন করে শট নিয়েছেন সোজা গোলে। এরপর আর কেরালা ব্লাস্টার্সের কাছে সময় ছিল না ম্যাচে ফেরার।
যেভাবে সেমিফাইনালে মোহনবাগান
অন্যদিকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বিশাল কাইতের হাতে ভর করে সেমিফাইনালে চলে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। পঞ্জাব এফসিকে টাইব্রেকারের সাডেনডেথে হারিয়ে শেষ চারে চলে গেল হোসে মলিনার দল।
সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা কলকাতাতে। ২৭ আগস্ট সেই ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও বেঙ্গালুরু এফসি। অন্যদিকে, অপর সেমিফাইনালে খেলবে নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং এফসি। সেই ম্যাচ হবে একদিন আগে। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ। ফাইনাল ম্যাচও হওয়ার কথা রয়েছে কলকাতাতেই।
শিলং লাজং এই মরসুমে সকলকে অবাক করে দিয়েছে। গতবারের রানার্স দল ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। নর্থ ইস্ট ডার্বিতে এবার কে জেতে সেটাই দেখার। এই ম্যাচ হবে শিলং-এ ফলে ইস্টবেঙ্গল ম্যাচের মতো এই ম্যাচেও প্রচুর দর্শক ঘরের দলের জন্য গলা ফাটাতে আসবেন বলেই আশা করা হচ্ছে।