কলকাতা লিগে (Kolkata League 2024) দারুণ ছন্দে ইস্টবেঙ্গল (East Bengal)। ইস্টার্ন রেলের (Eastern Railway) বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেল লাল-হলুদ বাহিনী। কলকাতা লিগের ডার্বিতে দারুণ জয় পেয়েছিলেন জেসিন টিকেরা (Jesin TK)। পয়েন্ট তালিকাতেও ভালো জায়গায় বিনো জর্জের (Bino George) ছেলেরা। অতীতে বহুবার দেখা গেছে বড় দল লিগে তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে হোঁচট খেয়েছে, কিন্তু বিনো জর্জের ছেলেরা শুক্রবার দুরন্ত ফুটবল খেলেই জয় তুলে নিলেন। তরুণ ফুটবলাররা যে লাল-হলুদের সিনিয়র দল বা ডুরান্ড আইএসএলেও (ISL) জায়গা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সেটা বুঝিয়ে দিলেন খেলার মাধ্যমে।
শুরু থেকেই চাপ বাড়াচ্ছিল ইস্টবেঙ্গল
ম্যাচে আগাগোড়ায় চাপ বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। শুরুর দিকে গোল আসছিল না ফলে কিছুটা হলেও চাপ বাড়ছিল লাল-হলুদের সামনে। গোলমুখী আক্রমণ হলেও গোলের সামনে গিয়ে স্ট্রাইকাররা খেই হারিয়ে ফেলছিলেন। তবে প্রথমার্ধেই গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৩২ মিনিটে ইস্টবেঙ্গলকে কাঙ্খিত গোল এনে দেন মহম্মদ মুশারফ। ১১ টা পাস খেলে গোলের মুখ খোলেন তিনি। বক্সের ভিতর বল পেয়ে, বাঁপায়ে নিজের জন্য বল সাজিয়ে নিয়ে ডান পায়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন। এতেই এগিয়ে যায় লাল-হলুদ।
ম্যাচের ৪২ মিনিটে আরও এক অনবদ্য গোল করে ইস্টবেঙ্গল দল। পেনাল্টি বক্সের বাইরে থেকে নিখুঁত প্লেসিংয়ে জোড়ালো শটে গোল করে যান আমন সিকে। এক্ষেত্রে তাঁর শটে গতি যেমন ছিল, তেমনই ছিল নিয়ন্ত্রণ। বল জালে জড়াতেই ব্যবধান ২-০ করে ফেলে বিনো জর্জের দল।
ম্যাচের ইস্টবেঙ্গলের তৃতীয় গোল আসে দ্বিতীয়ার্ধে। ৭৭ মিনিটে একক নৈপুন্যে গোল করেন লাল-হলুদের কেরালাইট ফুটবলার জেসিন টিকে। ডান প্রান্ত থেকে বল নিয়ে অনেকটা দৌড়ে গিয়ে রেলের বক্সের ভিতর ঢুকে পড়েন তিনি। এরপর এক ডিফেন্ডারকে ডজ করে বাঁ পায়ের জোরালো শটে গোল করে যান জেসিন। ব্যবধান ৩-০ করে ফেলে লাল-হলুদ। এই গোলের সুবাদেই শেষ পর্যন্ত বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। এ দিন লাল-হলুদের আনকোরা ফুটবলারদের তিনটি গোলই ছিল বাঁধিয়ে রাখার মতো। ক্লেইটন, মাহেশ, নন্দকুমারদের পাশে তাঁরা জায়গা না পেলেও। বিনো যদি এই তরুণদের পরিচর্যা ঠিক মতো করতে পারেন, তাহলে আগামী দিনে লাল-হলুদের সমস্যা হবে না।