Advertisement

East Bengal vs North East United FC: নর্থ ইস্টকে হারিয়ে প্রথম জয়, ISL-এ ঘুরে দাঁড়াচ্ছে ইস্টবেঙ্গল?

East Bengal vs North East United FC: ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট । আক্রমণ সানায় লাল-হলুদও। তবে এরই মধ্যে ১০ জনে হয় যায় নর্থইস্ট। লাল কার্ড দেখে মাঠ ছারেন নর্থইস্টের বেমামার। এরপর দশজনের নর্থইস্টকে চেপে ধরে তালাল, দিয়ামানতাকোসরা।

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2024,
  • अपडेटेड 10:05 PM IST
  • আইএসএলে প্রথম জয়।
  • নর্থ ইস্টের বিরুদ্ধে জ্বলল মশাল।

East Bengal vs North East United FC: আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোল দিয়ামানতাকোসের। কার্ডের জন্য দলে এদিন ছিলেন না নাওরেম মহেশ ও নন্দকুমার। সেখানে সুযোগ পেয়ে ছাঁপ ফেলে পিভি বিষ্ণু। এদিন ম্যাচে বাঁদিক থেকে তিনি বার বার ব্যতিব্যস্ত করছিলেন নর্থইস্টকে। 

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় অস্কার ব্রুজোর দল। যার ফলে ম্যাচের ২৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোলটি করেন দিয়ামানতাকোস। মাদিয়া তালার পাসে হেডে দুরন্ত গোল দিয়ামানতাকোসের। এরপর লাল-হলুদকে ছেঁকে ধরে ডুরান্ড চ্যাম্পিয়নরা। তবে পালটা আক্রমণ করতে ভুল করেনি লাল-হলুদ। তবে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকেন অস্কার ব্রুজোর দল। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট । আক্রমণ সানায় লাল-হলুদও। তবে এরই মধ্যে ১০ জনে হয় যায় নর্থইস্ট। লাল কার্ড দেখে মাঠ ছারেন নর্থইস্টের বেমামার। এরপর দশজনের নর্থইস্টকে চেপে ধরে তালাল, দিয়ামানতাকোসরা।

অন্যদিকে, ম্যাচের শেষ মুহুর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। এরপর আক্রমণে ঝাপায় আলবিয়াচ, আলাদিন আজেরাইরা। তবে গোলের দরজা খুলতে পারেননি তারা। অপরদিকে শেষ মুহুর্তে আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ব্রুজোর দল। আর এই জয়ের ফলে চলতি আইএসএল-এ প্রথম জয় পেল লাল-হলুদ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement