Advertisement

East Bengal: আইজলের সঙ্গেও এগিয়ে থেকে ড্র, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

সুপার কাপে গ্রুপের শেষ ম্যাচেও আইজল এফসি-র বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্টানটাইনের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল লাল-হলুদের। আবারও ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল ২-২ গোলে। হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল। কমলজিৎ নিশ্চিত কিছু গোল না বাঁচালে সুপার কাপের শেষ ম্যাচেও হেরে যেতে হত ক্লেইটনদের। 

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Apr 2023,
  • अपडेटेड 6:56 PM IST

সুপার কাপে গ্রুপের শেষ ম্যাচেও আইজল এফসি-র বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্টানটাইনের শেষ ম্যাচেও জয় অধরাই থাকল লাল-হলুদের। আবারও ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে। ০-২ গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল ২-২ গোলে। হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল। কমলজিৎ নিশ্চিত কিছু গোল না বাঁচালে সুপার কাপের শেষ ম্যাচেও হেরে যেতে হত ক্লেইটনদের। 
 
১৭ মিনিটে নাওরেম মহেশ সিং-এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বাঁদিক থেকে উঠে আসা মহেশ ফাঁকায় দাঁড়ানো সুমিত পাসিকে বল দিতে গেলেও গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায়। ২১ মিনিটে দ্বিতীয় গোল পাসির। ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস রাখেন ভিপি সুহের। গোলরক্ষককে এড়িয়ে হেডে গোল করে যান সুমিত। প্রথমার্ধে বারেবারে ইস্টবেঙ্গল রক্ষণে সমস্যা তৈরি করেন ডেভিড। বিরতির একেবারে শেষদিকে গোল করে সমতা ফেরান রুইটিয়া। ৪০ মিনিটের পর থেকেই বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন কিমকিমারা। ৪২ মিনিটে পরপর দুইবার দলের নিশ্চিত পতন রক্ষা করলেও তৃতীয় শট রুখতে পারেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ। ৪২ মিনিটে ব্যবধান কমায় আইজল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় আইজল। প্রথমার্ধে দারুণ খেলা ডেভিড গোল করে সমতা ফেরান। এগিয়ে আসা কমলজিৎকে দেখে চিপ করেন ডেভিড। ইস্টবেঙ্গল গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়ান আইজল ফুটবলার। ৭২ মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ায় আইজল। যদিও অফসাইডের জন্য গোল বাতিল হয়। 

শেষদিকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গলও। পেনাল্টি বক্সের মধ্যে আইজল ডিফেন্ডারের হাতে বল লাগলেও দেখতে পাননি রেফারি।   

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement