Advertisement

East Bengal: জর্ডনের পর চোটের কবলে আরও এক ইস্টবেঙ্গল ফুটবলার, সমস্যা বাড়ল কুয়াদ্রাতের

একের পর চোটের জেরে আইএসএল (ISL 2023) শুরুর আগে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। তারকা ডিফেন্ডার জর্ডন এলসে ছিটকে যাওয়ার পর এবার চোটের কবলে পড়লেন আরও এক তারকা ফুটবলার। বুধবার ইস্টবেঙ্গল মাঠে যা দেখা গেল তা নিয়ে চিন্তায় থাকবেন লাল-হলুদ সমর্থকরা।

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2023,
  • अपडेटेड 10:16 AM IST

একের পর চোটের জেরে আইএসএল (ISL 2023) শুরুর আগে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। তারকা ডিফেন্ডার জর্ডন এলসে ছিটকে যাওয়ার পর এবার চোটের কবলে পড়লেন আরও এক তারকা ফুটবলার। বুধবার ইস্টবেঙ্গল মাঠে যা দেখা গেল তা নিয়ে চিন্তায় থাকবেন লাল-হলুদ সমর্থকরা।
 

চোট মহেশের
বাঁ পায়ে চোট রয়েছে নাওরেম মহেশ সিং-এর (Naorem Mahesh Singh)। এর জেরে বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি মহেশ। গত মরশুম থেকেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দারুণ ছন্দে এই ফুটবলার। দরকার মতো গোল করেছেন, আবার গোল লক্ষ্য করে বিষাক্ত পাসও বাড়িয়েছেন। ফলে তিনিও যদি খেলতে না পারেন তা হলে কার্লেস কুয়াদ্রাতের। এমনিতেই জর্ডনের চোট নিয়ে সমস্যায় রয়েছেন তিনি। এর সঙ্গে সমস্যা আরও বাড়িয়ে দিল মহেশের চোট। বুধবার সন্ধ্যায় দেখা গেল, পায়ে বরফ বেঁধে হাঁটতে হচ্ছে মহেশকে। যদিও তাঁর চোট নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

পায়ে ব্যান্ডেজ মহেশের

হেরে গেল ইস্টবেঙ্গল
বুধবার ক্লাবের মাঠে আইএসএল-এর আগে প্রস্তুতি ম্যাচে নেমেছিল লাল-হলুদ। সেই ম্যাচে ০-১ গোলে হেরে যায় তারা। বুধবার যদিও খেলেননি মহেশ। জর্ডনের জায়গায় নামানো হয় পার্দোকে। তবে এদিনও তিনি নজর কাড়তে ব্যর্থ হন। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় জর্ডনকে। মনে করা হচ্ছে তাঁর চোট এতটাই গুরুতর যে আইএসএল-এ তাঁকে নাও পাওয়া যেতে পারে। নতুন কোনও ফুটবলারকে তাঁর জায়গায় সই করাতে পারে ইস্টবেঙ্গল। এমন ফুটবলারের খোঁজ শুরুও করে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।


ডিফেন্সে নেতৃত্ব দিতে শুরু করেছিলেন জর্ডন। তাই তাঁর বিকল্প পাওয়া যে একেবারেই সহজ হবে না তা ভালো করেই জানেন লাল-হলুদ কর্তারা। পার্দো এখনও ভালো খেলতে না পারায় সমস্যা বেড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। তবে আইএসএল শুরু হওয়ার আগে না হলেও দ্রুত এই সমস্যা সমাধান করতে মরিয়া ইস্টবেঙ্গল।  
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement