Advertisement

East Bengal: পরের মরসুমে অনেক পরিবর্তন, ভাল দল গড়ার প্রতিশ্রুতি ইমামি ইস্টবেঙ্গল কর্তার

লাল- হলুদের ফুটবল দলের ইনভেস্টর ইমামির কর্তা আদিত্য আগরওয়ালের ঘোষণায় উজ্জীবিত হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইনভেস্টর কর্তা এদিন ইঙ্গিত দিলেন, আগামী মরশুনে দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন তারা। একইসঙ্গে ঘোষণা করেন, আগামী মরশুমে যথেষ্টই শক্তিশালী দল তৈরির ভাবনা তাঁদের। শুক্রবার ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব দীপক দাসের ২৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ক্লাবের তরফে সমজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের সম্মানিত করা হয় 'দীপকজ্যোতি' সম্মানে। এদিন ধনধান্য অডিটোরিয়ামে সেই সম্মান নিতেই উপস্থিত ছিলেন ইমামির দুই কর্তা আদিত্য আগরওয়াল ও মণীশ গোয়েঙ্কা। 

ইস্টবেঙ্গল ফ্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2024,
  • अपडेटेड 8:05 PM IST
  • পরের মরসুম নিয়ে কী ভাবছে ইস্টবেঙ্গল
  • ঘুরে দাঁড়ানোর আশ্বাস ইমামির

লাল- হলুদের ফুটবল দলের ইনভেস্টর ইমামির কর্তা আদিত্য আগরওয়ালের ঘোষণায় উজ্জীবিত হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ইনভেস্টর কর্তা এদিন ইঙ্গিত দিলেন, আগামী মরশুনে দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন তারা। একইসঙ্গে ঘোষণা করেন, আগামী মরশুমে যথেষ্টই শক্তিশালী দল তৈরির ভাবনা তাঁদের। শুক্রবার ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব দীপক দাসের ২৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ক্লাবের তরফে সমজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের সম্মানিত করা হয় 'দীপকজ্যোতি' সম্মানে। এদিন ধনধান্য অডিটোরিয়ামে সেই সম্মান নিতেই উপস্থিত ছিলেন ইমামির দুই কর্তা আদিত্য আগরওয়াল ও মণীশ গোয়েঙ্কা। 

এই দুই কর্তাই লাল-হলুদ সমর্থকদের আশার বাণী শুনিয়ে গেলেন। এদিন আদিত্য আগরওয়াল ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁদের সম্পর্কের কথা জানাতে গিয়ে টেনে আনলেন ২৫ বছর আগের প্রসঙ্গ। তিনি বলেন, 'পল্টুদা আমাদের সেই ২৫ বছর আগে ক্লাবে এনেছিলেন। তখন টানা তিন বছর স্পনসর হিসাবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলাম আমরা। তারপর আবার ২৫ বছর পর নীতুদা ক্লাবে নিয়ে এলেন।' 

আদিত্য আগরওয়াল এখানেই থেমে থাকেননি। আগামী মরশুমের দল গঠন নিয়ে বলতে গিয়ে আরও যোগ করেন, 'এই মরশুমে একটা সুপার কাপ জিতেছি। আমরা খুশি।' তবে সমর্থকদের ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন সিলভাকে সংবর্ধিত করছেন দুই প্রাক্তন তারকা মনোরঞ্জন ভট্টাচার্য ও ভাস্কর গঙ্গোপাধ্যায়। ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইমামি কর্তা মণীশ গোয়েঙ্কার হাতে 'দীপক জ্যোতি' সম্মান তুলে দেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। 

এদিন দুই ইমামি কর্তা ছাড়াও শিল্পপতি মুরারী লাল লোহিয়া ও জয়ন্ত রায়কে সম্মানিত করা হয় এই সম্মানে। একই সঙ্গে প্রাক্তন কেচ ল্যান্ডা মিত্র ও অচ্যুত বন্দ্যোপাধ্যায়কে মরেণত্তর 'দীপকজ্যোতি' সম্মানে ভূষিত কর হয় ইস্টবেঙ্গলের তরফে।
তিনি বলেন, 'আরও খুশি করতে হবে আমাদের। বীজ জমিতে দিলেই একদিনেই গাছ জন্মায় না আর তা থেকে ফল পাওয়া যায় না। ফল আসতেও সময় লাগে। আমাদেরও সেভাবেই দল গঠনের কাজ চলছে। আশা করছি, আরও কয়েক বছরের মধ্যে দল আরও শক্তিশালী হবে। এই দলে বেশ কয়েকটি পরবির্তন আসছে তা আপনারা খুব দ্রুত দেখতে পারবেন। এই পরিবর্তনের মাধ্যমে দল আরও শক্তিশালী হবে।'

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement