Advertisement

East Bengal Club: সৌরভের হাত ধরেই, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করবে ইস্টবেঙ্গল?

শোনা যাচ্ছে, তাতেই ইনভেস্টার সমস্যার সমাধান প্রায় করে ফেলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে চুক্তি করতে পারে ইস্টবেঙ্গল। তবে আরও বেশ কয়েকটি সংস্থা ও ইউরোপীয় ক্লাবের সঙ্গেও কথাবার্তা বলছেন তাঁরা কিছুদিন আগেই এমনটাই জানিয়ে ছিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, "আমরা প্রায় চার-পাচটি কোম্পানির সঙ্গে কথাবার্তা বলছি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল-এর মত বড় ক্লাবের সঙ্গেও কথা বলছি।" 

ইস্টবেঙ্গল ক্লাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2022,
  • अपडेटेड 10:20 PM IST
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল
  • মধ্যস্থতাকারী কি সৌরভ?

শ্রী সিমেন্টের পর, ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টার কে হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল-এ (ISL) খেলা প্রায় সমস্ত দলই ফুটবলারদের সঙ্গে চুক্তি করা শুরু করে দিলেও ইস্টবেঙ্গল এখনও কিছুই ঠিক করে উঠতে পারেনি। অনেক ফুটবলারের সঙ্গে কথাবার্তা বললেও চুড়ান্ত চুক্তি করে উঠতে পারেননি কর্তারা। তবে এবার মনে হয়, সেই সমস্যা কাটতে চলেছে। ইনভেস্টার সমস্যা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দারস্থ হয়েছিলেন লাল-হলুদ কর্তারা।

শোনা যাচ্ছে, তাতেই ইনভেস্টার সমস্যার সমাধান প্রায় করে ফেলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে চুক্তি করতে পারে ইস্টবেঙ্গল। তবে আরও বেশ কয়েকটি সংস্থা ও ইউরোপীয় ক্লাবের সঙ্গেও কথাবার্তা বলছেন তাঁরা কিছুদিন আগেই এমনটাই জানিয়ে ছিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, "আমরা প্রায় চার-পাচটি কোম্পানির সঙ্গে কথাবার্তা বলছি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল-এর মত বড় ক্লাবের সঙ্গেও কথা বলছি।" 

শুধুমাত্র ফুটবলার সই করালেই হবে না। তাদের সঠিক সময়ে টাকাও দিতে হবে। খেলতে হবে আইএসএল (ISL)- এও। সেই জন্য দরকার বিনিয়োগকারী। অনেকদিন ধরেই বাংলাদেশের বসুন্ধরা কিংসের (Basundhara Kings) সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। তবে সেই চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এর মাঝেই শোনা যাচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নাম। এর আগেও আইপিএল-এর দল কিনতে চেয়েছিল ইংল্যান্ডের এই বড় ক্লাবের কর্ণধার গ্লেজার্স পরিবার। তবে তা আর হয়ে ওঠেনি। এবার ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারে তারা। এবারের আইএসএল-এ নতুন বিনিয়োগকারীকে নিয়েই খেলতে চাইছে ইস্টবেঙ্গল। 

কিছুদিনের মধ্যেই ট্রানসফার উইন্ডো খুলে যাবে। তার আগে বিদেশি ও স্বদেশি ফুটবলারদের সই করাতে হলে বিনিয়োগকারীর নাম চূড়ান্ত করতে হবে ইস্টবেঙ্গলকে। লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ''৩জুনের আগেই আমরা ইনভেস্টার চূড়ান্ত করে ফেলব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই আমরা চুক্তি করব।"                

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement