Advertisement

East Bengal: বড় সমস্যায় ইস্টবেঙ্গল, বাকি মরশুমে দলে নেই বড় তারকা

আইএসএল-এ (ISL 2024) আর মাত্র তিন ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। সেই তিন ম্যাচ থেকে ভাল ফল করতে পারলে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়ে গিয়েছে লাল-হলুদের সামনে। তবে এর মধ্যেই চিন্তা বাড়িয়েছে নন্দাকুমারের (Nandhakumar Sekar) চোট। ইস্টবেঙ্গল মিডফিল্ডারের চোট এতটাই গুরুতর যে তিনি হয়ত মরসুমের বাকি ম্যাচগুলো খেলতেই পারবেন না। এদিনও অনুশীলনে দেখা যায়নি নন্দাকে।

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2024,
  • अपडेटेड 11:55 AM IST
  • নন্দাকুমারকে পাবে না ইস্টবেঙ্গল?
  • কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলবে লাল-হলুদ

আইএসএল-এ (ISL 2024) আর মাত্র তিন ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। সেই তিন ম্যাচ থেকে ভাল ফল করতে পারলে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়ে গিয়েছে লাল-হলুদের সামনে। তবে এর মধ্যেই চিন্তা বাড়িয়েছে নন্দাকুমারের (Nandhakumar Sekar) চোট। ইস্টবেঙ্গল মিডফিল্ডারের চোট এতটাই গুরুতর যে তিনি হয়ত মরসুমের বাকি ম্যাচগুলো খেলতেই পারবেন না। এদিনও অনুশীলনে দেখা যায়নি নন্দাকে।

লাল-হলুদের নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমার। সামনেই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ। সেখানে কেন দীর্ঘদিন ছুটি থাকার পরেও অনুশীলনে অনুপস্থিত নন্দা। এ নিয়েই সন্দেহ জাগে লাল-হলুদ সমর্থকদের। অবশেষে শুক্রবার রাতে সূত্র মারফত জানা যায়, ইস্টবেঙ্গলের এই ছুটির থাকার সময় একটি অস্ত্রোপচার হয়েছে নন্দাকুমারের। সেখান থেকে তাঁর পুরোপুরি সুস্থ হতে অন্তত দুই মাস সময় লাগবে। ফলে এই মরশুমের জন্য আর নন্দাকুমারকে পাবে না লাল-হলুদ ব্রিগেড।

এখনও পর্যন্ত এই মরসুমে লাল-হলুদের হয়ে মোট নয়টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার। ফলে যেখানে শেষ তিন ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততেই হবে, সেক্ষেত্রে নন্দকে না পাওয়াটা অবশ্যই লাল-হলুদ ব্রিগেডের কাছে একটা বড় ধাক্কা। তবে ইস্টবেঙ্গল যদি সুপার সিক্সে পৌঁছেও যায়, সেক্ষেত্রেও নন্দর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

অন্যদিকে এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন দলের প্রধান গোলরক্ষক প্রভসুখন গিল। তিনি এবং বিষ্ণু অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলেন। বিষ্ণু বুধবার যোগ দিলেও, এদিন দলের সঙ্গে যোগ দিলেন গিল। তবে বৃহস্পতিবার দলের বাকি ফুটবলাররা অনুশীলন করলেও হালকা গা ঘামিয়ে সাইড লাইনের ধারেই বসে থাকতে দেখা যায় ইস্টবেঙ্গল মিডফিল্ডের অন্যতম বড় ভরসা সউল ক্রেসপোকে। তার বাঁ পায়ে এখনও ভারি স্ট্র্যাপ বাঁধা থাকলেও, আশা করা যাচ্ছে কেরল ম্যাচ তিনি খেলবেন। কেরলে গিয়ে দু'দিন অনুশীলন করে ম্যাচ খেলতে মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement