Advertisement

East Bengal: ইস্টবেঙ্গলের প্র্যাক্টিসে হাজির ভিক্টর, নর্থইস্ট ম্যাচে খেলবেন মেসির সতীর্থ?

মাঠে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ভিক্টর ভাসকুয়েজ (Victor Vazquez)। মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ সহকারি কোচ বিনো জর্জ যখন রিজার্ভ দল নিয়ে অনুশীলন করছিলেন তখনই যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে দেখা যায় তাঁকে। মাঠে নেমে বেশ কিছুট সময় গা ঘামান লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ। 

ভিক্টর ভাসকুয়েজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2024,
  • अपडेटेड 7:16 PM IST
  • রবিবার রাতে শহরে আসেন ভিক্টর
  • নেমে পড়লেন প্র্যাক্টিসে

মাঠে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন বিদেশি ভিক্টর ভাসকুয়েজ (Victor Vazquez)। মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ সহকারি কোচ বিনো জর্জ যখন রিজার্ভ দল নিয়ে অনুশীলন করছিলেন তখনই যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে দেখা যায় তাঁকে। মাঠে নেমে বেশ কিছুট সময় গা ঘামান লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ। 

অনুশীলনে কেমন পারফর্ম করলেন ভিক্টর?
বেশ কিছুক্ষণ বল নিয়েও অনুশীলন করেন তিনি। কলকাতায় আসার পর ভিক্টরের শারীরিক পরীক্ষা হয়নি। তবে এদিন অনুশীলনে বেশ ফিট বলেই মনে হল তাঁকে। বেশ কিছু দারুণ পাস বাড়ালেন। তাঁর দক্ষতার ঝলকে মুগ্ধ ইস্টবেঙ্গলের প্র্যাক্টিস দেখতে আসা গুটি কয়েক দর্শকও। আর তা দেখেই মনে করা হচ্ছে ম্যাচ ফিট রয়েছেন ভিক্টর। সুপার কাপ জেতার পর থেকেই ইস্টবেঙ্গল দলকে বেশ চনমনে লাগছে। দলের খেলায় উজ্জীবিত তাদের ফ্যানরাও। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দুই ফুটবলার চলে গেলেও মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে ড্র আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তার মধ্যেই বার্সেলোনার প্রাক্তনী লাল-হলুদে যোগ দেওয়ায় মাঝমাঠের শক্তি যে আরও খানিকটা বাড়ল তা বলাই যায়। 

নর্থইস্ট ম্যাচে পাওয়া যাবে মেসির সতীর্থকে?
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিনি নামবেন কিনা তা এখনই বলে দেওয়া যাচ্ছে না। তবে অতীতের কথা ভাবলে সে সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ, জর্ডন এলসেকে ডুরান্ড কাপ এভাবেই কিছুটা সময় নামিয়ে পরখ করে নিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। আর এবার ভিক্টরকেও নামিয়ে দেখে নিতে পারেন তিনি। অন্যদিকে জর্ডন এলসেও ফিট হয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। তবে তাঁকে ম্যাচে নামার জন্য কতদিন অপেক্ষা করতে হবে তা এখনই বলা যাচ্ছে না। 

জিতলে মোহনবাগানের কাছাকাছি পৌঁছে যাবে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে। শনিবারের সেই ম্যাচ জিততে পারলে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে উঠে আসবে দল। আরও উজ্জ্বল হবে প্লে অফে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি পাঁচ নম্বরে থাকা মোহনবাগান সুপার জায়েন্টের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবেন কার্লেস কুয়াদ্রাতরা। এখনও পর্যন্ত লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা এফসি।      

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement