দরকার মাত্র ৩ পয়েন্ট। তা হলেই কলকাতা লিগের (Kolkata League) সুপার সিক্সে পৌঁছে যাবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে গ্ৰুপের শীর্ষেই রয়েছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল ছাড়াও সুপার সিক্সের লড়াইয়ে রয়েছে ভাবনীপুর, খিদিরপুর ও এরিয়ান। মঙ্গলবার কলকাতা কাস্টমসকে হারাতে পারলেই সুপার সিক্স প্রায় নিশ্চিত করে ফেলবে ইস্টবেঙ্গল।
এরিয়ান ম্যাচের মতোই, কাস্টমসের বিরুদ্ধেও সিনিয়র দলের কিছু ফুটবলার খেলানোর পরিকল্পনা রয়েছে বিনো জর্জের। তন্ময় দাস, আমন সিকে, পিভি বিষ্ণুদের পাশাপাশি অতুল উন্নীকৃষণ, মহম্মদ রাকিপ, জেসিন টিকেরা খেলবেন মঙ্গলবারের ম্যাচে। তবে এই ম্যাচের আগে রিজার্ভ দলের তিন ফুটবলারকে অনুশীলন করলেন সিনিয়র দলের হেড কোচ করলেস কুয়াদ্রাত। এমনিতেই সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছেন রিজার্ভ দলের তিন ফুটবলার। সোমবার ক্লেইটনদের সঙ্গে অনুশীলন সরেন আমন সিকে, বিষ্ণু ও তুহিন কুয়াদ্রাতের কাছে নিউটানের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন করেন। রিজার্ভ দল প্রতিদিনের মতো অনুশীলন সারে হাওড়া স্টেডিয়ামে। চোট সরিয়ে দলে ফিরছেন সার্থক গোলুই। ফলে ডিফেন্স যে আরও কিছুটা শক্তিশালী হবে তা বলাই যায়।
কাস্টমস এবারের লিগে একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারেনি। গ্ৰুপে পাঁচ নম্বরে রয়েছে তারা। ময়দানের পোড় খাওয়া কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য-র দল ৯ ম্যাচে পেয়েছে মাত্র ১৫ পয়েন্ট। এমন ম্যাচে ইস্টবেঙ্গলের জিততে সমস্যা হওয়ার কথা নয়। এই ম্যাচের আগে বিশ্বজিৎ বলেন, 'ইস্টবেঙ্গল দারুণ ছন্দে রয়েছে। তাই ওদের বিরুদ্ধে পয়েন্ট পাওয়া সহজ হবে না। আমরা অনেক পয়েন্ট নষ্ট করেছি। ছেলেদের বলেছি, নিজেদের সেরাটা দিতে।'
টেবিলের পাঁচ নম্বরে থাকলেও কাস্টমসকে গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ। ম্যাচের আগে বিনো জর্জ বলেন, 'আমরা লিগ টেবিলের কোথায় রয়েছি তা নিয়ে ভাবছি না। এখান থেকে সমস্ত ম্যাচ গুরুত্বপূর্ণ। কাস্টমস ভালো দল। আমাদের জেতা সহজ হবে না।'
মঙ্গলবার দুপুর তিনটের সময় ম্যাচ শুরু হবে। এই ম্যাচ সরাসরি দেখা যাবে insports.in-এ। তবে ফ্রিতে কলকাতা লিগের ম্যাচ দেখার সুযোগ থাকছে না। এর জন্য সাবস্ক্রিপশন করতে হবে না।