Advertisement

Ratan Tata Bharat Gaurav: এ বার 'ভারত গৌরব' রতন টাটা, ইস্টবেঙ্গলের সর্বোচ্চ সম্মান

ইস্টবেঙ্গলের (East Bengal) ভারত গৌরব (Bharat Gaurav) সম্মান পাচ্ছেন রতন টাটা (Ratan Tata)। শুধু তাই নয়, আগামী বছর ভারত গৌরব সম্মান পেতে চলেছেন, নীতা আম্বানী (Nita Ambani)। এমনটাই সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। 

ইস্টবেঙ্গল ও রতন টাটা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2023,
  • अपडेटेड 12:12 PM IST
  • ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা
  • ইস্টবেঙ্গল দিবসে পাচ্ছেন সম্মান

ইস্টবেঙ্গলের (East Bengal) ভারত গৌরব (Bharat Gaurav) সম্মান পাচ্ছেন রতন টাটা (Ratan Tata)। শুধু তাই নয়, আগামী বছর ভারত গৌরব সম্মান পেতে চলেছেন, নীতা আম্বানী (Nita Ambani)। এমনটাই সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। 


পয়লা অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। ওইদিনই শিল্পপতি রতন টাটাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ওইদিন জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার তরুন বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্লেটন সিলভা।  সেরা এমার্জিং ফুটবলার হয়েছেন আরও এক নতুন তারকা নাওরেম মহেশ সিং। সোমবার ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান ভারতীয় ফুটবলে রতন টাটার অবদান অনস্বীকার্য। ইস্টবেঙ্গল ক্লাবেই দীর্ঘদিন খেলেছেন টাটা ফুটবল অ্যাকাডেনী ছাত্র এমন ফুটবলার একাধিক রয়েছেন। দীর্ঘদিন ধরে টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে একাধিক তারকা ফুটবলার উঠে এসেছেন। তাঁরা ভারতীয় ফুটবলে আজও দাপিয়ে খেলছেন। 


তাই ক্রীড়া প্রশাসক হিসেবে রতন টাটাকে ভারত গৌরবের জন্য বেছে নেওয়া হয়েছে। তবে পয়লা অগস্টের অনুষ্ঠানে তিনি থাকবেন না। ইস্টবেঙ্গলের সম্মান নেওয়ার ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন তিনি। এবার তাঁর সময় মত পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থা করবে ক্লাব। পয়লা অগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও রতন টাটার ভিডিও বার্তা বা কোনও চিঠি আসতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা গিয়েছিল, এবারে ভারত গৌরব সম্মান পেতে পারেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। যদিও কলকাতায় না থাকায় তিনিও অনুষ্ঠানে আসতে পারবেন না তিনি।


এই অনুষ্ঠান উপলক্ষ্যে সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রন জানানো হয়েছে। ভারত গৌরব হিসেবে প্রথমে যুবরাজ সিং এবং মোহিন্দার অমরনাথের নাম ভাবা হয়েছিল। তারা দু’জনেই এখন বিদেশে রয়েছেন।  বিশ্বনাথন আনন্দের নামও ভাবা হয়েছিল। কিন্তু তিনিও বিদেশে। ফলে ভারতীয় ক্রীড়ার প্রশাসক হিসেবে রতন টাটার নাম ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement