Advertisement

East Bengal Transfer Update: রয় কৃষ্ণাকে টার্গেট ইস্টবেঙ্গলের, দল কেমন হবে? বৃহস্পতিবার বৈঠক

সুপার কাপ (Super Cup 2024) জিতে ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে আইএসএল-এ (ISL) লাল-হলুদের সঙ্গী এখনও ব্যর্থতাই। ফলে পরের মরসুমে ভাল দল গড়ে ফল পাওয়ার আশায় ইস্টবেঙ্গল কর্তারা। সেই কারণেই বৃহস্পতিবার বৈঠকে বসছে ইমামি ও ইস্টবেঙ্গল। বাইপাসের ধারে ইমামির অফিসে এই বৈঠক হবে। মোহনবাগান প্রত্যেক বছর ভাল দল গড়লেও, ইস্টবেঙ্গল টেক্কা দিতে পারছে না। সেই কারণে দলে ধারাবাহিকতার অভাবও স্পষ্ট। লাল-হলুদের রিক্রুটাররাও সময় মত ভাল ফুটবলার সই করাতে পারছেন না। ফলে সমস্যা আরও বাড়ছে।

রয় কৃষ্ণকে টার্গেট করতে পারে ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2024,
  • अपडेटेड 12:47 PM IST

সুপার কাপ (Super Cup 2024) জিতে ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি ঘরে তুলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে আইএসএল-এ (ISL) লাল-হলুদের সঙ্গী এখনও ব্যর্থতাই। ফলে পরের মরসুমে ভাল দল গড়ে ফল পাওয়ার আশায় ইস্টবেঙ্গল কর্তারা। সেই কারণেই বৃহস্পতিবার বৈঠকে বসছে ইমামি ও ইস্টবেঙ্গল। বাইপাসের ধারে ইমামির অফিসে এই বৈঠক হবে। মোহনবাগান প্রত্যেক বছর ভাল দল গড়লেও, ইস্টবেঙ্গল টেক্কা দিতে পারছে না। সেই কারণে দলে ধারাবাহিকতার অভাবও স্পষ্ট। লাল-হলুদের রিক্রুটাররাও সময় মত ভাল ফুটবলার সই করাতে পারছেন না। ফলে সমস্যা আরও বাড়ছে।

একাধিক তারকা হাতছাড়া ইস্টবেঙ্গলের
এই সভায় ঠিক হবে কোন কোন ফুটবলারের জন্য ঝাঁপানো হবে দলগঠনের ক্ষেত্রে। দলে থাকা ছয় বিদেশির মধ্যে তিনজনকে এই মরসুমে রাখা হবে, সেই তালিকায় রয়েছে হিজাজি মাহের, সাউল ক্রেসপো ও ক্লেইটন সিলভা। পঞ্জাব এফসি-র তারকা মাদিয়া তালালকে সই করানো হয়েছে। কেরলের গ্রিক তারকা দিমিত্রিয়সকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত এখনও হয়নি। পাশাপাশি শোনা যাচ্ছিল মুম্বই সিটি এফসি থেকে বিনীত রাইকে সই করাতে চেয়েছিল লাল-হলুদ। সেই কাজেও সফল হননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তাঁর পঞ্জাব এফসিতে যাওয়া প্রায় নিশ্চিত। রাহুল ভেকেও প্রি কন্ট্র্যাক্ট সই করেছেন বেঙ্গালুতে। 

রয় কৃষ্ণকেও সই করাতে পারে ইস্টবেঙ্গল
ফলে ভাল মানের বিদেশি ফুটবলার নিয়ে যেমন চিন্তা রয়েছে, তেমনই চিন্তা থাকছে ভারতীয় ফুটবলারদের সই হওয়ার ব্যাপারেও। আর এই জটিলতা দূর করতেই বৃহস্পতিবারের বৈঠক। সূত্রের খবর, দল গঠনের জন্য টাকা কোনও বাধা হবে না বলে জানিয়েছে ইমামি। কোচ কুয়াদ্রাতের তালিকা মেনেই দলগঠন হচ্ছে। ইস্টবেঙ্গল সুপার কাপ জয়ের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু টুর্নামেন্ট খেলবে। সেই কারণেই তারকা সমৃদ্ধ দল গড়ার লক্ষ্য নিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের বাতিল তারকাদেরও টার্গেট করা হতে পারে। এমনকী রয় কৃষ্ণের দিকেও হাত বাড়াতে পারে লাল হলুদ। শোনা গিয়েছে,  বিনিয়োগকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থ কোনও সমস্যা হবে না। কোচ ও কর্তারা যে দল দেবে, তারা সেইমতো দলগঠনের অর্থ দেবে তারা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement