Advertisement

East Bengal Transfer News: রয় কৃষ্ণাকে টার্গেট করছে ইস্টবেঙ্গল? পরের মরশুমে লাল-হলুদের সম্ভাব্য স্ট্র্যাটেজি

ইস্টবেঙ্গল (East Bengal) ইতিমধ্যেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে এক ফুটবলারকে পরের মরসুমের জন্য সই করাতে চাইছে লাল-হলুদ। তবে এখনও সরকারিভাবে কিছুই জানানোর সময় আসেনি। তবে কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, তাঁরা পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

পরের মরসুমে ফ্রি রয় কৃষ্ণা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2024,
  • अपडेटेड 12:19 PM IST
  • পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল
  • পরের মরসুমে ভাল দল গড়তে পারবে ইস্টবেঙ্গল?

ইস্টবেঙ্গল (East Bengal) ইতিমধ্যেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, মুম্বই সিটি এফসি (Mumbai City FC) থেকে এক ফুটবলারকে পরের মরসুমের জন্য সই করাতে চাইছে লাল-হলুদ। তবে এখনও সরকারিভাবে কিছুই জানানোর সময় আসেনি। তবে কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, তাঁরা পরিকল্পনা শুরু করে দিয়েছেন।

কাদের সই করাতে পারে লাল-হলুদ?
ইস্টবেঙ্গল পরের মরসুমের জন্য মুম্বই সিটি এফসি থেকে ভিনিথ রাইকে সই করাতে পারে কুয়াদ্রাতের দল। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো একেবারেই ভাল করে কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। তিন ফুটবলারকে সই করালেও ভারতীয় কোনও ভাল মানের প্লেয়ার আসেননি দলে। এর জেরে সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল-এ কিছুই করতে পারছে না ইস্টবেঙ্গল। প্লে অফে যাওয়াও বেশ সমস্যার হতে পারে তাদের জন্য। ফলে এখন থেকেই পরের মরসুমে কী হবে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। 

ফের ইস্টবেঙ্গলে ফিরতে পারেন সিভেরিও?
সুপার কাপ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করলেও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। লোনে জামশেদপুর এফসিতে যোগ দেন তিনি। তবে শোনা যাচ্ছে তাঁর সঙ্গে হয়ত চুক্তি বাড়াবে না জামশেদপুর। ফলে পরের মরসুমে তাঁকে নিতেই পারে ইস্টবেঙ্গল। পাশাপাশি ওড়িশা এফসি-র রয় কৃষ্ণা, কার্লেস দেলগার্ডোও ফ্রি হয়ে যাচ্ছেন। তবে রয় কৃষ্ণ ইস্টবেঙ্গল জার্সি পরবেন কিনা বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাঁকে নিতে চাইবে কিনা সেটা একটা বড় প্রশ্ন।          

কোন কোন ভারতীয় ফুটবলারকে সই করাতে পারে লাল-হলুদ?
ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে মহমেডান থেকে ডেভিডকে সই করাতে পারে লাল-হলুদ। পাশাপাশি নর্থইস্টের পার্থিব গোগই, জিতিন এমএস-কে টার্গেট করতে পারে কুয়াদ্রাতের দল। মিডফিল্ডারদের মধ্যে পরের মরসুমে কেরল থেকে জিকসান সিং, গোয়া থেকে রউলিন বর্জেস ও হায়দরাবাদের মাকেন ছোটে ফ্রি হয়ে যাচ্ছেন। এদের মধ্যে কাউকে সই করাতে পারে লাল-হলুদ। ডিফেন্ডারদের মধ্যে মুম্বইয়ের রাহুল ভেকে, হায়দরাবাদের অ্যালেক্স সাজি, চেন্নাইয়েনের বিকাশ ইউমনাম ও ওড়িশা থেকে আসতে পারেন ভিগনেশ। তবে এদের মধ্যে কাদের কাদের কুয়াদ্রাত সই করাতে পারেন সেটাই বড় ব্যাপার।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement