Advertisement

East Bengal Transfer News: ইস্টবেঙ্গলে আসছেন গ্রিসের নামী স্ট্রাইকার? ময়দানে জোর গুঞ্জন

ডিমানটাকোস (Dimitrios Diamantakos) কি ইস্টবেঙ্গলে (East Bengal) সই করতে চলেছেন? নতুন মরসুমে ফের তাঁকে নিয়ে শুরু জল্পনা। কেরলের এই গ্রিক ফুটবলারকে আগেই পছন্দ করেছিলেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে ট্রান্সফার মার্কেটে খবর, অনেক বেশি টাকা চেয়েছেন এই বিদেশি ফুটবলার। সেই কারণেই তাঁকে আর নেওয়ার কথা ভাবেনি ইস্টবেঙ্গল। এবারের আইএসএল-এ (ISL) প্লে-অফে পৌঁছতে পারেনি লাল-হলুদ। সেজন্য, এখন থেকেই নতুন মরশুমের জন্য বিদেশী নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। আর দলে পাঁচ বিদেশিকে ছাঁটাই করলে দরকার হবে ভাল মানের বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের।

ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2024,
  • अपडेटेड 6:49 PM IST

ডিমানটাকোস (Dimitrios Diamantakos) কি ইস্টবেঙ্গলে (East Bengal) সই করতে চলেছেন? নতুন মরসুমে ফের তাঁকে নিয়ে শুরু জল্পনা। কেরলের এই গ্রিক ফুটবলারকে আগেই পছন্দ করেছিলেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে ট্রান্সফার মার্কেটে খবর, অনেক বেশি টাকা চেয়েছেন এই বিদেশি ফুটবলার। সেই কারণেই তাঁকে আর নেওয়ার কথা ভাবেনি ইস্টবেঙ্গল। এবারের আইএসএল-এ (ISL) প্লে-অফে পৌঁছতে পারেনি লাল-হলুদ। সেজন্য, এখন থেকেই নতুন মরশুমের জন্য বিদেশী নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। আর দলে পাঁচ বিদেশিকে ছাঁটাই করলে দরকার হবে ভাল মানের বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের। 

ইতিমধ্যেই মাদিয়া তালাল ও ডেভিডকে সই করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। কথা চলছে আরও বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গেও। তবে ডিমানটাকোস ফের ইস্টবেঙ্গলের আলোচনায় ফিরে এসেছেন। তার কারণ, তিনি যে এই মরসুমে কেরল ছাড়ছেন তা স্পষ্ট। প্লে অফের ম্যাচে তাঁকে ওড়িশার বিরুদ্ধে ম্যাচেও দেখা যায়নি। এর জেরে সন্দেহ আরও দানা বেধেছে।  বরং সময় যত এগিয়েছে এই ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে একটু একটু করে অনেকটাই এগিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলাবাহুল্য, এই ক্লাব ছাড়াও আইএসএলের আরো বেশ কয়েকটি ক্লাবের তরফ থেকে প্রস্তাব এলেও সেগুলির থেকে অনেকটাই বেশি অর্থের প্রস্তাব পান গ্রীক ফুটবলার।

সেই তালিকায় ছিল মুম্বই সিটি এফসিও (Mumbai City FC)। এই গ্রিক ফুটবলারকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছিল তাঁরা। তবে এখন যা পরিস্থিতি তাতে ইস্টবেঙ্গলে পরের মরসুমে তাঁকে দেখা যেতে পারে এমনটাই মনে করছেন ফ্যানরা। কারণ, পরের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্লে অফে খেলবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ এবারে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় এই সুযোগ পেয়েছে। সেই টুর্নামেন্টের জন্য ভাল মানের বিদেশি দরকার। আর তাই দল গঠনের ক্ষেত্রে কোনও কার্পণ্য করতে চাইছে না লাল-হলুদ। ১৭ ম্যাচে ১৩ গোল ও ৩টে অ্যাসিস্ট আইএসএল-এ দারুণ রেকর্ড ডিমানটাকোসের।     

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement